চন্ডিগড়, ৬ মে– অমৃতপাল সিং-এর পর এবার আরেক খালিস্তানি নেতার ভোট যুদ্ধে পদার্পণ৷ সোমবার জেলবন্দি খালিস্তানি নেতা সন্দীপ সিংয়ের পরিবারও ঘোষণা করেছে খুনের মামলায় অভিযুক্ত এই নেতাও ভোটে প্রার্থী হচ্ছেন৷ এর আগে অসমের ডিব্রুগডে়র জেলে বন্দি ওয়ারিশ পাঞ্জাব দে সংগঠনের প্রধান খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং ভোটে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন৷ তাঁর মা দিন কয়েক আগে সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান৷ সন্দীপের মা সংবাদমাধ্যমে বলেছেন, অমৃতপাল যদি ডিব্রুগড় থেকে ভোটে লড়াই করতে পারে তাহলে আমার ছেলে কেন পারবে না৷ ওর ভোটে প্রার্থী হওয়া দরকার৷ অমৃতসর লোকসভা আসনেই প্রার্থী হবেন সন্দীপ৷
অন্যদিকে, খণ্ডুর সাহিব লোকসভা আসনে প্রার্থী হচ্ছেন অমৃতপাল৷ তাঁর মা বলবিন্দর কৌর বলেন, আমার ছেলে এবার রাজনীতিতে পা রাখতে চলেছে৷ পাঞ্জাবের স্বার্থরক্ষায় এই সিদ্ধান্ত৷ রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট ইসু্যতেই প্রচার চালানো হবে৷ প্রসঙ্গত, বিচারাধীন বন্দিরা জেল থেকে ভোটে প্রার্থী হতে পারেন৷ কিন্ত্ত ভোট দেওয়ার অধিকার নেই৷ তাঁদের হয়ে মনোনয়ন পেশ এবং প্রচারের দায়িত্ব মনোনীত কেউ করবেন৷ অমৃতপাল ও সন্দীপের ক্ষেত্রে তাঁদের মায়েরা প্রধান নির্বাচনী এজেন্ট হতে চলেছেন৷
পুলিশ-প্রশাসনের খবর, শুধু এই দুই খালিস্তানি নেতাই নন আরও কয়েকজন জেলবন্দি খালিস্তানি নেতা এবার লোকসভা ভোটে প্রার্থী হওয়ার দৌড়ে তৈরি৷ ভোট লড়াইয়ে সামিল হয়ে পাঞ্জাবে নতুন করে মানুষের মধ্যে খালিস্তানি আগ্রহ বাড়াতেই এই পরিকল্পনা এই গোষ্ঠীর৷
গত শতকের আট ও নয়ের দশকে এভাবেই জেলবন্দি খালিস্তানপন্থীরা নির্দল প্রার্থী হতেন৷ সেই পর্যায়ে পুলিশ-প্রশাসনের কড়াকড়িতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনটি থেমে গেলেও ফের যে মাথাচাড়া দিয়ে উঠছে খালিস্তানি বন্দিদের ভোটে অংশগ্রহণের তাগিদ তাই প্রমাণ করছে৷ রাশ টানার পর এবার আবার এই প্রবণতা দেখা যাচ্ছে৷ তবে পুলিশকর্তারা এও স্বীকার করছে এখন দেশের তুলনায় বিদেশে খলিস্তানিরা বেশি সক্রিয়৷
বিগত বছরগুলিতে ব্রিটেন, আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়ায় খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা ভারতীয় দূতাবাস-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উপর হামলা চালিয়েছে৷ কানাডা সরকারের অভিযোগ, ভারতীয় এজেন্সি তাদের দেশের নাগরিক খলিস্তানিদের নিশানা করেছে৷ একজনকে খুন করিয়েছে ভারতীয় এজেন্সি৷ তা নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক লড়াই অব্যাহত৷
পাশাপাশি দেশেও খালিস্তানিদের তৎপরতা বাড়ছে৷ অমৃতপালকে অনেক চেষ্টার পর গত বছর কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দারা যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে ডিব্রুগড় জেলে আটকে রেখেছে৷ অন্যদিকে, হিন্দু পূজারি সুধীর সুরিকে হত্যার দায়ে পুলিশ সন্দীপ সিং-কে গ্রেফতার করে, সে এখন অমৃতসর জেলে আটক৷ ২০২২-এ অমৃতসরে একটি মন্দিরের সামনে খালিস্তানিদের বিক্ষোভ কর্মসূচির সময় পূজারি সুধীরকে পাঁচ রাউন্ড গুলি করে হত্যা করে সন্দীপ৷
পুলিশ জানতে পেরেছে, সন্দীপের পরিবারের সঙ্গে বেশ কয়েকটি শিখ সংগঠনের বৈঠক হয়৷ ঠিক হয়, কোনও রাজনৈতিক দলের হয়ে নয়, সন্দীপ নির্দল প্রার্থী হিসাবে লড়াই করবেন৷ উদ্দেশ্য স্বাধীন পাঞ্জাব রাষ্ট্রের পক্ষে মানুষের সমর্থন প্রমাণ করা৷