ফের রেল দুর্ঘটনা, সাতসকালে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস

দেশে ফের রেল দুর্ঘটনা। সাতসকালে দুর্ঘটনার কবলে ইন্দোর-জব্বলপুর সোমনাথ এক্সপ্রেস। শনিবার ভোরে ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। কোনওক্রমে রক্ষা পান যাত্রীরা। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় যায় রেলের আধিকারিকরা। জোরকদমে শুরু হয় উদ্ধারকাজ। আপাতত হতাহতের কোনও খবর নেই।

পশ্চিম-মধ্য রেলের তরফে জানানো হয়েছে, ইন্দোর-জবলপুর সোমনাথ এক্সপ্রেসের প্রথম দুটি কোচ লাইনচ্যুত হয়েছে। যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। আপাতত সকলেই সুস্থ রয়েছেন। তাঁদের অন্য ট্রেনে কিংবা বাসে করে বাড়ি পাঠানো হবে।

পশ্চিম-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক হর্ষিত শ্রীবাস্তব সংবাদ মাধ্যমে জানান, ট্রেনটি ইন্দোর থেকে জব্বলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। জব্বলপুরের ৬ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কথা ছিল। ভোর ৫টা ৫০ মিনিট নাগাদ প্ল্যাটফর্মে ঢোকার আগে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। সামনের দুটি কোচ বেলাইন হয়ে গেলেও যাত্রীরা অক্ষত রয়েছেন।


রেলের তরফে জানানো হয়েছে, যেহেতু ট্রেনের গতি কম ছিল, তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যাত্রীদের কারও কোনও চোট লাগেনি।

গত কয়েক বছর ধরেই বার বার দুর্ঘটনার কবলে পড়ছে রেল। জুন মাসে শিলিগুড়ির কাছে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ৮ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। তারপর ঝাড়খণ্ডের চক্রধরপুরে দুর্ঘটনার মুখে পড়ে হাওড়া-মুম্বই মেল। মৃত্যু হয় বেশ কয়েকজনের। চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেসও দুর্ঘটনায় কবলে পড়েছে।

বারংবার দুর্ঘটনা ঘটায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ইস্তফার দাবিতে সরব হয়েছেন বিরোধীরা। তাদের বক্তব্য, রেলের নিরাপত্তা নয়, রেলমন্ত্রী রিল বানানো নিয়ে মেতে থাকতে ভালোবাসেন। যদিও বিরোধীদের অভিযোগ মানতে চাননি বৈষ্ণব।