জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করল অসম পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের সহযোগিতায় মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে মহম্মদ আব্বাস ও মিনারুল শেখকে গ্রেপ্তার করা হয়। এসটিএফ সূত্রে খবর, ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগ থাকার সম্ভাবনা রয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের কাছ থেকে চারটি মোবাইল ফোন এবং একটি পেনড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে একই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার মুর্শিদাবাদ থেকে আরও দুই অভিযুক্তকে পাকড়াও করা হল।
তদন্তকারীদের দাবি, ধৃতদের সঙ্গে জামাতুল মুজাহিদিন এবং এবিটি সংগঠনের যোগসূত্র পাওয়া গেছে। এছাড়া মুর্শিদাবাদে তাদের আশ্রয় দেওয়ার পেছনে কারা সাহায্য করেছিল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এর আগে, অসমের ডুবরি থেকে চারজনকে এবং কেরালা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতদের জেরা করেই মুর্শিদাবাদের এই অভিযুক্তদের হদিশ পাওয়া যায়।