• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

লোকসভার আগেই গেরুয়া শিবিরে ত্রিপুরা মহারাজের দল তিপ্রা

আগরতলা, ৭ মার্চ– লোকসভা নির্বাচনের আগে ত্রিপুপরায় বিরাট সাফল্য বিজেপির৷ গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরার রাজনীতিতে দ্বিতীয় আসন লাভ করা তিপ্রা মথা এবার গেরুয়া শিবিরে৷ উত্তরপূর্ব ভারতে পদ্মফুল হাতে ধরল সেখানকার ‘রাজা’ প্রদ্যোত মাণিক্য দেববর্মার দল তিপ্রা মথা৷ ত্রিপুরার আদিবাসীদের দীর্ঘদিনর দাবি পৃথক তিপ্রাল্যান্ডকে দীর্ঘ আন্দোলনের পরিণত করেন সেরাজ্যের রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর দেববর্মা৷ নির্বাচনী

আগরতলা, ৭ মার্চ– লোকসভা নির্বাচনের আগে ত্রিপুপরায় বিরাট সাফল্য বিজেপির৷ গত বিধানসভা নির্বাচনে ত্রিপুরার রাজনীতিতে দ্বিতীয় আসন লাভ করা তিপ্রা মথা এবার গেরুয়া শিবিরে৷ উত্তরপূর্ব ভারতে পদ্মফুল হাতে ধরল সেখানকার ‘রাজা’ প্রদ্যোত মাণিক্য দেববর্মার দল তিপ্রা মথা৷

ত্রিপুরার আদিবাসীদের দীর্ঘদিনর দাবি পৃথক তিপ্রাল্যান্ডকে দীর্ঘ আন্দোলনের পরিণত করেন সেরাজ্যের রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর দেববর্মা৷ নির্বাচনী রাজনীতিতে অংশ নিয়ে নিজেদের দাবি জোরাল করার চেষ্টা করেছেন তিনি৷ শেষে গত শনিবার ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় কেন্দ্র, ত্রিপুরা সরকার এবং তিপ্রা মথার মধ্যে৷ চুক্তিতে ত্রিপুরার আদিবাসীদের ইতিহাস, জমির অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, পরিচয়, সংস্কৃতি, ভাষা, ইত্যাদি সম্পর্কিত সকল সমস্যা সৌহার্দ্যপূর্ণভাবে সমাধান করার প্রতিশ্রুতি দেয় কেন্দ্র৷ ওই প্রতিশ্রুতি পাওয়ার পরই বিজেপির সঙ্গে হাত মেলানোর সিদ্ধান্ত নেন তিপ্রা সুপ্রিমো৷

লোকসভার ঠিক আগে ‘মহারাজা’র দল যোগ দিল বিজেপি সরকারে৷ মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে যোগ দিলেন মথার দুই বিধায়ক৷ এ প্রসঙ্গে প্রদ্যোৎ কিশোর দেববর্মা জানিয়েছেন, ত্রিপুরার আদিবাসীদের অধিকার নিয়ে লড়াই করার জন্যই মন্ত্রিসভায় যোগ দিয়েছে তাঁর দল৷ এখানেই শেষ নয়, লোকসভায় প্রার্থী হবেন প্রদ্যোতের বোন৷ তবে সেটা তিপ্রার প্রতীকে নয়৷ বিজেপি প্রতীকে লড়বেন মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, মথা মন্ত্রিসভায় যোগ দেওয়ায় রাজ্য সরকার আরও শক্তিশালী হবে৷ অন্যদিকে বিরোধী দল সিপিএম বলেছে, মথার সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়া প্রকাশ্য এসে পডে়ছে৷