কারচুপির জেরে বাতিল করে দেওয়া হল নিয়োগের পরীক্ষায়। চাঞ্চল্যকর ঘটনাটি বাংলার পড়শি রাজ্য ত্রিপুরার। ২০২৩ সালের ৮ জানুয়ারি অনুষ্ঠিত ত্রিপুরার দমকল এবং জরুরি পরিষেবা দপ্তরে নিয়োগের পরীক্ষা বাতিল করা হয়েছে। ২০১৮ সাল থেকে ত্রিপুরায় রয়েছে বিজেপিশাসিত সরকার।
২০২২ সালে ত্রিপুরার দমকল এবং জরুরি পরিষেবা দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা। ২০২৩ সালের ৮ জানুয়ারি সেই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার পর দু’বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ করা হয়নি। দ্রুত ফলপ্রকাশের দাবিতে বিক্ষোভও দেখান চাকরিপ্রার্থীরা। আর এবার অনিয়মের কথা বলে সেই পরীক্ষাই বাতিল করে দেওয়া হল।
চাকরিপ্রার্থী এই নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। চাকরিপ্রার্থীদের একাংশের বক্তব্য, ফল প্রকাশ হলে কারচুপি সামনে চলে আসতে পারে। সেই ভয়েই আগেভাগে পরীক্ষা বাতিল করে দেওয়া হল। তাঁদের প্রশ্ন, পরীক্ষা বাতিল করতে কী কারণে দু’বছরের বেশি সময় নেওয়া হয়। পরীক্ষার বসার আবেদন ফি ফেরত দেওয়ার দাবি তুলেছেন চাকরিপ্রার্থীরা।
ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরার তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, অগ্নিনির্বাপণ দপ্তরে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের জন্য ২০২৩ সালের ৮ জানুয়ারী অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষা বাতিল করা হল। কিছু বড় ত্রুটি এবং অসঙ্গতি ধরা পড়ায় এই সিদ্ধান্ত। নতুন পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে।
বৃহস্পতিবারই সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের প্রায় ২৬ হাজার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। সেই রায় নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। এরই মধ্যে সামনে এল ত্রিপুরার নিয়োগ পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তি।