• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

পায়ে চোট নিয়ে আবারও প্রচারে ফিরছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা:- আবারও নির্বাচনী প্রচার শুরু করতে পারেন তৃণমূল নেত্রী মমতা। তবে এবার বীরভূমে। ভার্চুয়ালি প্রচার করবেন তিনি। সোমবার থেকে আবারও পঞ্চায়েত ভোটের প্রচারে ফিরতে পারেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বীরভূম থেকে দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার শুরু করতে পারেন তিনি। তবে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি সুস্থ নয়। আর সেই কারণেই এবার আর সশরীরে প্রচারে

কলকাতা:- আবারও নির্বাচনী প্রচার শুরু করতে পারেন তৃণমূল নেত্রী মমতা। তবে এবার বীরভূমে। ভার্চুয়ালি প্রচার করবেন তিনি। সোমবার থেকে আবারও পঞ্চায়েত ভোটের প্রচারে ফিরতে পারেন তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বীরভূম থেকে দ্বিতীয় দফার নির্বাচনী প্রচার শুরু করতে পারেন তিনি। তবে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি সুস্থ নয়। আর সেই কারণেই এবার আর সশরীরে প্রচারে যাবেন না তিনি। ভার্চুয়ালি প্রচারের ওপরই জোর দেবেন তিনি। ৩ জুলাই বীরভূমে নির্বাচনী প্রচারে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনার কারণ তিনি পায়ে আর কোমটে গুরুতর চোট পান। তারপর থেকেই চিকিৎসকদের পরামর্শ  অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে রয়েছেন। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। কিছুটা সুস্থ হওয়ায় সোমবার বীরভূমে ভার্চুয়ারি প্রচার করার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে এই জেলার পঞ্চায়েত ভোটের প্রচারের দায়িত্বে রয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তবে তিনি যে ভার্চুয়ালি প্রচার করবেন তা নিয়ে দলের নেতাদের জানিয়েছেন। সূত্রের খবর,  নবান্নে থেকে প্রয়োজনী কাজগপত্র নিয়ে সরকারি আধিকারিকরা তাঁর বাড়িতে যাচ্ছেন। এই অবস্থায় মমতা প্রচারে যেতে পারবেন কিনা তা নিয়েও এখনও সংশয় রয়েছে। সূত্রের খবর পঞ্চায়েত প্রচারে এবার নেত্রীর জায়গা নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে বীরভূম তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ এই জেলা একচ্ছত্র অধিপতি ছিলেন অনুব্রত। জয় নিয়ে কোনও চিন্তা ছিল না ঘাসফুল শিবিরের। ভোটময়দানে অনুব্রত একাই ছিলেন ১০০। গরুপাচার মামলায় বর্তমানে তিনি তিহার জেলে। যদিও খাতায় কলমে এখনও তিনি দলের জেলা সভাপতি। কিন্তু তাঁর অনুপস্থিতি তৃণমূলকে কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছে বলেও অনেকে মনে করছে। এই অবস্থায় মমতার নির্বাচনী প্রচার যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহল।

News Hub