বুদ্ধদেব ও ইয়েচুরিকে শ্রদ্ধাজ্ঞাপন  আরএসএস–এর

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের সভায় শ্রদ্ধাজ্ঞাপন করা হল প্রয়াত দুই বাম নেতাকে। উত্তরপ্রদেশের মথুরায় শুক্র ও শনিবার দুই দিনের বিশেষ বার্ষিক বৈঠকের আয়োজন করেছে আরএসএস। শুক্রবার এই সভার শুরুতেই বাম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। শুক্রবারের এই সভায় উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত।
বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সীতারাম ইয়েচুরি ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক। চলতি বছর দুইজনেই প্রয়াত হয়েছেন। আদর্শ ও ভাবধারায় বাম ও আরএসএস–এর মধ্যে মিল নেই বললেই চলে। কিন্তু তারপরেও আরএসএস–এর বার্ষিক সভায় এই দুই বাম নেতাকে শ্রদ্ধা জানানোর ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই দুই বাম নেতার পাশাপাশি এদিন শিল্পপতি রতন টাটা, রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও, বিহারের প্রাক্তন উপ–মুখ্যমন্ত্রী সুশীল মোদীকেও শ্রদ্ধা জানানো হয়।
এ প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘এটা সম্পূর্ণভাবে তাঁদের ব্যাপার। ওঁদের কাছে কমিউনিস্টরা শত্রুপক্ষ। ওঁরা কেন এটা করলেন, সেটা ওঁরাই বলতে পারবেন। তবে সীতারাম ইয়েচুরি বা বুদ্ধদেব ভট্টাচার্যরা জাতীয় নেতা। আরএসএস সেই ভাবে ভাবছে কি না জানা নেই।’