গ্যাস সিলিন্ডার, ডিটোনেটরের পর এবার ৬ কেজির কাঠের টুকরো। ফের রেল দুর্ঘটনা ঘটানোর চেষ্টা! বৃহস্পতিবার রাতে
উত্তর প্রদেশ দিয়ে যাওয়ার সময় ১৪২৩৬ বেরেলি-বারাণসী এক্সপ্রেসের ট্র্যাক থেকে উদ্ধার হল কাঠের টুকরো। এই ঘটনা
ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এর আগে উত্তর প্রদেশের কানপুরের প্রেমপুর স্টেশনের কাছে রেল ট্র্যাক থেকে উদ্ধার হয় ফাঁকা গ্যাস সিলিন্ডার। তারও আগে মধ্য প্রদেশের বুরহারপুর জেলায় রেললাইন থেকে উদ্ধার হয় ১০টি ডিটোনেটর। ওই লাইন দিয়ে সেনাবাহিনীর কর্মীদের নিয়ে একটি ট্রেন যাওয়ার কথা ছিল।
রেল সূত্রে খবর, ১৪২৩৬ বেরেলি-বারাণসী এক্সপ্রেসের ট্র্যাকে ২ ফুট লম্বা ও ৬ কেজি ওজনের কাঠের টুকরোটি রাখা ছিল। রেলের আধিকারিকরা জানিয়েছেন, ধাতব চাকার তলায় সেটি আটকে যায়। তবে স্বস্তির বিষয় হল এটাই যে লোকো পাইলট নিরাপদে ট্রেনটি থামাতে পেরেছেন।
এই ঘটনার রেলে রেললাইনের একটি সিগন্যালিং ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া লখনউ-হরদোই আপ এবং ডাউন লাইন ট্রেন চলাচলে সমস্যা তৈরি হয়। মালিহাবাদ থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
নিকটবর্তী স্টেশন থেকে স্টেশন মাস্টারদের সতর্ক করার পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি পরিদর্শক দল পাঠানো হয়। প্রায় দু’ঘণ্টা ব্যাহত হয়। পরিদর্শক দল ও লোকো পাইলট কাঠের টুকরোটি বের করার পর রেল চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) সদস্যরা ঘটনাস্থলে এসে কাঠের টুকরোটি সরাতে সাহায্য করেছেন বলে জানিয়েছেন আধিকারিকরা।
উত্তর রেলওয়ের মুখপাত্র হিমাংশু শেহককর উপাধ্যায় এক বিবৃতিতে জানিয়েছেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মালিহাবাদ থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
রেললাইনে নাশকতার চেষ্টার সাম্প্রতিক ঘটনাগুলি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। এই সংক্রান্ত সমস্ত মামকা খতিয়ে দেখার জন্য জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে দায়িত্ব দিয়েছে কেন্দ্র।