রেললাইনের উপর হাই–টেনশন বিদ্যুতের তার ফেলে রাখার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এর জেরে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দেহরাদূন–টনকপুর সাপ্তাহিক এক্সপ্রেস। উত্তরাখণ্ডের উধম সিংহ নগর জেলার খাতিমা রেলস্টেশন পার হতেই রেললাইনের উপর তার পড়ে থাকতে দেখেন চালক। বিপদের আশঙ্কা করে সঙ্গে সঙ্গে আপৎকালীন ব্রেক কষেন তিনি। আচমকা ট্রেন দাঁড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলপুলিশ। পাশাপাশি পৌঁছান রেল সুরক্ষা বাহিনী ও রেলের আধিকারিকরা। রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, চালক আপৎকালীন ব্রেক না কষলে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা ছিল। রেললাইনে ফেলে রাখা তারটির দৈর্ঘ্য প্রায় ১৫ মিটার। তারটিকে উদ্ধার করেছে পুলিশ। কিছুক্ষণ পরে ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশে রওনা করে দেওয়া হয়েছে।
সম্প্রতি উত্তরাখণ্ডের রুরকিতে ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা করা হয়। ধান্দেরা রেলস্টেশনের কাছে রেললাইনের মাঝখান থেকে একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। এই ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। এই আবহে ফের উত্তরাখণ্ডে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত করানোর চেষ্টা হল। এবার ব্যবহৃত হয়েছে হাই–টেনশন বিদ্যুতের তার।
রেললাইনে বিদ্যুতের তার পড়ে থাকার বিষয়টি স্টেশন মাস্টারকে জানান চালক। এপ্রসঙ্গে খাতিমার স্টেশন মাস্টার বলেন, ‘খাতিমা স্টেশন পার করতেই চালক রেললাইনের উপর বিদ্যুতের তার পড়ে থাকতে দেখেন। কে বা কারা ওই তার ফেলে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।’