• facebook
  • twitter
Saturday, 2 November, 2024

উত্তর প্রদেশে বিজেপি নেতার ছেলের গাড়ির ধাক্কায় মৃত এক

উত্তর প্রদেশে ফের হাই-প্রোফাইল হিট অ্যান্ড রান কেস। এবার বিজেপি নেতার ছেলের বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির।

উত্তর প্রদেশে ফের হাই-প্রোফাইল হিট অ্যান্ড রান কেস। এবার বিজেপি নেতার ছেলের বিলাসবহুল গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। উত্তর প্রদেশের বস্তি জেলার ঘটনা। পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃত ব্যক্তির পরিবার। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভও দেখান তাঁরা।

স্থানীয় বিজেপি নেতা হামিদাদুল্লাহ-র ছেলে আজমাতুল্লাহ-র ওরফে হানির। কার্তার টকিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রাল লাল গুপ্তা। তিনি রাঁধুনির কাজ করতেন। অভিযুক্ত আজমাতুল্লাহ রাম লালকে ইচ্ছাকৃতভাবে চাপা দেয় বলে অভিযোগ তাঁর পরিবারের।

মৃতের স্ত্রী জ্ঞানতী দেবীর কথায়, বৃহস্পতিবার বিকেলে আমার স্বামী বাড়ি ফিরছিলেন। হেঁটেই ফিরছিলেন তিনি। যখন তিনি রাস্তায় ধারে দাঁড়িয়েছিলেন, সেই সময় ওই বিলাসবহুল গাড়িটি ইচ্ছাকৃতভাবে চাপা দেয়। এর ফলে মারাত্মক জখম হন তিনি। রাম লাল গুপ্তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

রাম লাল গুপ্তার পরিবারের দাবি, ঘটবার সময় স্থানীয় বিজেপি নেতার ছেলে গাড়িটি চালাচ্ছিলেন। এদিকে এই ঘটনার পর বাবা-ছেলে দু’জনের গা ঢাকা দিয়েছেন।

জ্ঞানতী দেবী বলেন, আমার স্বামী পরিবারের একমাত্র রোজগেরে মানুষ ছিলেন। তাঁর উপার্জন করা টাকাটেই চার সন্তানকে নিয়ে পরিবার চলত। এরপর কীভাবে ছেলেদের খাওয়াব জানি না। ওদের ভবিষ্যত নিয়েও একটা অনিশ্চয়তা তৈরি হল।

পরিবারের ক্ষোভ-বিক্ষোভে প্রেক্ষিতে পুলিশ তাদের আশ্বস্ত করেছে, অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পরিবারের বিবৃতির ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে।