ভাগলপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু

ভাগলপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন মহিলা ও তাঁর দুই শিশুও রয়েছে। মহিলার স্বামীর অবস্থা আশঙ্কাজনক। তিনি মায়াগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে পিরপইন্টির আথনিয়া দিয়ারায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশে মানুষের ভিড় জমান এলাকায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীরা কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দগ্ধ হয়ে গিয়েছেন পরিবারের চার সদস্য। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর দগ্ধ গৌতম যাদবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুনে ঘরের সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়


পুলিশ বলছে, আগুনে এক মহিলা এবং তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে। পরিবারের প্রধান গৌতম যাদবকে পিয়ারপেইন্টি রেফারাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগুনে ঘরে রাখা সমস্ত জিনিসপত্রও পুড়ে ছাই হয়ে যায়।

পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন গৌতম যাদব

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের সঙ্গে ঘুমিয়ে ছিলেন গৌতম যাদব। সেই সময় হঠাৎ ঘরে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাড়িকে গ্রাস করে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গৌতম যাদবকে কোনওরকমে বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করায় লোকজন। এ ঘটনায় গৌতম যাদবের স্ত্রী বর্ষা দেবী (২৯), ছেলে আয়ুষ (৭) ও মেয়ে জ্যোতি কুমারী (৪) মৃত্যু হয়েছে।