• facebook
  • twitter
Friday, 3 January, 2025

উত্তর প্রদেশ : দীপাবলিতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মৃত ৬

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। দীপাবলির দিন মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশের বদায়ুঁ।

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। দীপাবলির দিন মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তর প্রদেশের বদায়ুঁ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতরা সকলেই নয়ডা থেকে দীপাবলি উদযাপন করতে তাঁদের বাড়িতে যাচ্ছিলেন।

মুজারিয়া থানা এলাকায় দিল্লি হাইওয়েতে একটি টেম্পোর সঙ্গে চার চাকা গাড়িটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে জেলাশাসক ঘটনাস্থলে পৌঁছন। দুর্ঘটনায় আহত ৫ জনের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টেম্পোর আরোহীরা নয়ডায় কাজ করতেন। দীপাবলি উদযাপনের জন্য একটি টেম্পো বুকিং করে বাড়ি ফিরছিলেন তাঁরা। সকাল ৭টা নাগাদ টেম্পোটি মুজারিয়া গ্রামের কাছে পৌঁছয়। সেই সময় দিল্লি হাইওয়েতে একটি চার চাকা গাড়ি ভুল দিক থেকে আসছিল। সেই কারণেই টেম্পোটি সংঘর্ষের মুখে পড়ে। একটি গাড়ি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়।

দুটি গাড়ির সংঘর্ষের পরই ঘটনাস্থল থেকে চিৎকার শোনা যায়। সেই শব্দ শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারাই দুর্ঘটনার খবর পুলিশকে জানান। খবর পেয়ে মুজারিয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ গাড়ি দুটিতে আটকে থাকা যাত্রীদের বাইরে বের করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে ৬ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ৫ জনের চিকিৎসা শুরু হয়েছে।

দুর্ঘটনার কারণে ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে একটি গাড়ির। সেই গাড়িতে থাকা কয়েকজন সামান্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে জেলা শাসক ঘটনাস্থলে পৌঁছে পুলিশের কাছ থেকে তথ্য নেন। দুর্ঘটনায় মারা যান – পানা দেবী, সুষমা, কানহাই, অতুল, শিনু এবং কার্তিক। আহত হয়েছেন ক্যাপ্টেন সিং, টেম্পো চালক মনোজ, মেঘ সিং, ধরমবীর ও আমান।