দিল্লি, ২৫ জুন– গত বছর অর্থমন্ত্রীর ডাকা প্রাক বাজেট বৈঠক বয়কট করেছিল অধিকাংশ ট্রেড ইউনিয়ন৷ বয়কটের পেছনে ছিল তাদের একাধিক দাবি৷ এবারও বাজেটের আগে নিজেদের দাবি-দাওয়া নিয়ে তারা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে প্রাক বাজেট বৈঠকে বসলেন৷ তাদের দাবি, চাকরিজীবীদের করের হার কমানো, পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনা, রেল ও বিভিন্ন সরকারি সংস্থায় খালি পদ পূরণ, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠন-সহ একগুচ্ছ দাবি তুলে ধরলেন ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা৷ পেশ করলেন ১৬ দফা দাবিসনদ৷
বৈঠকের পর সিটুর সাধারণ সম্পাদক তপন সেন বলেন, ‘গত বছর সামনাসামনি বৈঠক করতে অস্বীকার করেন অর্থমন্ত্রী৷ প্রত্যেক ইউনিয়নকে ৫ মিনিট করে সময় দেওয়া হয়৷ তাই অনলাইন বৈঠক বয়কট করেছিলাম৷ এ বার তিনি সরাসরি আমাদের সঙ্গে বৈঠক করেছেন৷ প্রায় আড়াই ঘণ্টা কথা হয়েছে৷’ তিনি জানান, ‘চাকরিজীবীদের কর ছাঁটার দাবি জানিয়ে বলেছি, উৎসাহ দেওয়ার নামে বেশ কিছু সংস্থাকে সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হলেও তেমন সুফল মেলেনি৷ বাডে়নি কর্মসংস্থান৷’
বিএমএসের সাধারণ সম্পাদক রবীন্দ্র হিমতে বলেন, ‘পিএফের পেনশন কমপক্ষে ৫০০০ টাকা করার দাবি জানিয়েছি৷ তা অবসরের সময়ের বেতনের ৫০% করার পাশাপাশি ডিএ দেওয়ার দাবিও জানানো হয়েছে৷’ আইএনটিইউসি-র সহ-সভাপতি অশোক সিংহ বলেন, ‘‘সরকারি সংস্থার খালি পদে দ্রুত নিয়োগের দাবি জানিয়েছি৷’’ বিডি় শ্রমিকদের সুরাহা চেয়েছেন টিইউসিসি-র সাধারণ সম্পাদক এস পি তিওয়ারি৷