• facebook
  • twitter
Tuesday, 22 April, 2025

১ জানুয়ারি পর্যটকদের জন্য বন্ধ থাকছে সিকিমের নাথু লা

সোমবার স্থানীয় প্রশাসন জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি ভারত-চিন সীমান্তের কাছে সিকিমের নাথু লাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না পর্যটকদের।

পর্যটকদের জন্য খারাপ খবর। ১ জানুয়ারি পর্যটকদের জন্য বন্ধ থাকছে সিকিমের নাথু লা। সোমবার স্থানীয় প্রশাসন জানিয়েছে, ২০২৫ সালের ১ জানুয়ারি ভারত-চিন সীমান্তের কাছে সিকিমের নাথু লাতে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে না পর্যটকদের। সীমান্তরক্ষীদের এক অনুষ্ঠানের কারণেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২ জানুয়ারি থেকেই সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অর্থাৎ, পর্যটকরা যেতে পারবেন নাথু লা-য়। অন্যান্য গন্তব্যে যাওয়ার ক্ষেত্রে অবশ্য কোনও সমস্যা হবে না।

নিউ ইয়ার্সে প্রতি বছরই সিকিমে পর্যটকদের ভিড় উপচে পড়ে। কারও গন্তব্য গুরুদোংমার হ্রদ, তো কেউ কেউ যাচ্ছেন নাথু লা, বাবা মন্দির, ছাংঙ্গু। আচমকা নাথু লা বন্ধের নির্দেশে মনখারাপ পর্যটকদের। ধসের কারণে ২০ ডিসেম্বর লাচেন পর্যন্ত যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। আটকে পড়েছিলেন শতাধিক পর্যটক। রাস্তা মেরামত করে পর্যটকদের উদ্ধার করা হয়। সেই কারণে বেশ কয়েকদিন বন্ধ ছিল লাচেন। ২১ ডিসেম্বর থেকে ফের রাস্তা খুলেছে।

বর্ষবরণের ছুটিতে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে সিকিমের গাড়ি চালকদের জন্য কড়া নির্দেশিকা জারি করেছে গ্যাংটক পুলিশ। পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, গাড়িতে অবশ্যই রাখতে হবে মোটা চেনের শিকল। রাস্তায় বরফ জমে গেলে গাড়ি চলাচলে যাতে কোনও অসুবিধা না হয় সে কারণে চাকার সঙ্গে শিকল বাঁধার নির্দেশ দেওয়া হয়েছে। কোনওভাবেই পর্যটকদের নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না। বরফ সরানোর জন্য গাড়িতে বেলচা রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

পূর্ব সিকিমের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন নাথু লা। এখানে যাত্রার জন্য সিকিম সরকারের পক্ষ থেকে স্পেশাল পারমিটের প্রয়োজন পড়ে ট্যুরিস্টদের। পারমিট চেকিংয়ের পর তবেই নাথু লা ঘুরতে যাওয়ার অনুমতি মেলে পর্যটকদের।

News Hub