• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ঘরে ফিরলেন নীতীশ শিবিরের ৬ বিধায়ক, আরজেডি থেকে এলো আরও ৩

পাটনা, ১২ ফেব্রুয়ারি: ক’দিন ধরেই নিখোঁজ ছিলেন নীতীশের চার বিধায়ক। খোঁজ পাওয়া যাচ্ছিল না বিজেপির দুই বিধায়কেরও। এই নিয়ে বেড়েছিল জল্পনা। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা হয়েছিল, তেজস্বীর শিবির নীতীশের বিধায়কদের ভাঙিয়ে নিয়ে গিয়েছে। এই জল্পনার মধ্যেই নীতীশ ও তেজস্বীর দুই শিবিরই নিজেদের বিধায়কদের দলীয় আত্মগোপনে পাঠিয়ে দেয়। কিন্তু শেষমেশ আস্থা ভোটের আগের দিনেই নিজ নিজ শিবিরে

পাটনা, ১২ ফেব্রুয়ারি: ক’দিন ধরেই নিখোঁজ ছিলেন নীতীশের চার বিধায়ক। খোঁজ পাওয়া যাচ্ছিল না বিজেপির দুই বিধায়কেরও। এই নিয়ে বেড়েছিল জল্পনা। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা হয়েছিল, তেজস্বীর শিবির নীতীশের বিধায়কদের ভাঙিয়ে নিয়ে গিয়েছে। এই জল্পনার মধ্যেই নীতীশ ও তেজস্বীর দুই শিবিরই নিজেদের বিধায়কদের দলীয় আত্মগোপনে পাঠিয়ে দেয়।

কিন্তু শেষমেশ আস্থা ভোটের আগের দিনেই নিজ নিজ শিবিরে ফিরে এলেন বিধায়করা। ফিরলেন নিখোঁজ বিধায়করাও। জানা গিয়েছে, জেডিইউ-এর ৪ ও বিজেপির ২ বিধায়কের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। অবশেষে খোঁজ পাওয়া গেল তাঁদের। আস্থা ভোটের ঠিক আগের দিন নীতীশের শিবিরে ফিরলেন নিখোঁজ বিধায়করা।

আস্থা ভোটের আগেই সরানো হয়েছে বর্তমান স্পিকারকে। আরজেডি থেকে আসা ওই বিধায়কের নাম অবধ বিহারী চৌধুরী। সেই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১২৫ টি আর বিপক্ষে ভোট পড়ে ১১২ টি। ফলে তাঁর জায়গায় আপাতত ডেপুটি স্পিকার মহেশ্বরী হাজারি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, আরজেডির তিন বিধায়কও নীতীশ শিবিরে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর। এই তিন বিধায়ক হলেন, আরজেডির চেতন আনন্দ, নীলম দেবী এবং প্রহ্লাদ যাদব।

এদিকে আজ আস্থা ভোটের আগে তেজস্বী যাদবের বাড়িতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, নজর রাখা হচ্ছে ভোটের আগে ঘোড়া কেনাবেচার জন্য যাতে কোনও অর্থিক লেনদেন না হয়। ইতিমধ্যে বিহারের পুলিশ নজরদারির জন্য তেজস্বী যাদবের বাসভবনে পৌঁছে গিয়েছে। প্রতিবাদে নেমেছেন আরজেডি সমর্থকরা।