আজ উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন পত্র জমা দেবেন ধনখড়

Kolkata: West Bengal Governor Jagdeep Dhankhar addresses during a press meet at Raj Bhavan in Kolkata on Jan 29, 2020. (Photo: IANS)

আজ রাষ্ট্রপতি নির্বাচন। এরপর আগামী ৬ আগস্ট হবে উপরাষ্ট্রপতি নির্বাচন।রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদীর সঙ্গে লড়াই করনে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা।

তবে বিজেপির সংসদীয় দলের বৈঠকের শেষে চমকে দিল উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাদের পছন্দ।

উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে এবার বাংলায় রাজ্যপালের নাম ঘোষণা করেন বিজেপি সভাপতি।


জানা যায় সেইমতো সোমবার দুপুর ১২ টা নাগাদ উপরাষ্ট্রপতি ভোটে মনোনয়ন জমা দিতে পারেন এনডিএ প্রার্থী জগদীপ ধনখড়। তার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেওয়ার কথা তাঁর।

যদিও এখনও অবধি ধনখড়ের ইস্তফার খবর পাওয়া যায়নি বলেই সূত্রের খবর। মূলত রাজ্যপাল পদটি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ।

ফলে সেখান থেকে চূড়ান্ত সম্মতির পরই ইস্তফা দিতে পারবেন ধনখড়। তাই এইসবের মাঝেই রবিবার জগদীপ ধনকরের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ইতিমধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। এদিন তাঁরা একটি সংক্ষিপ্ত বৈঠক করেন।

ওই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে অমিতের সঙ্গে সাক্ষাতের পরই ধনখড়ের মনোনয়নের দিনক্ষণ সোমবার চূড়ান্ত হয়।

তবে রাজ্যপালের পদত্যাগের সাথে সাথে শেষ হবে এমন এক অধ্যায় যার শুরু থেকে শেষ সবটাই রাজ্যের সঙ্গে সংঘাতে ভরা। এখন এর পর কি হয় সেদিকে চোখ সবার।