বাতাসে দূষণ কমাতে ৫০ শতাংশ সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নিয়ম চালু করল দিল্লি প্রশাসন। বুধবার থেকেই এই নিয়ম লাগু করা হয়েছে। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, দূষণ রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বুধবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে বলেও জানান পরিবেশমন্ত্রী। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে পরিবেশমন্ত্রী লেখেন, ‘এবার ৫০ শতাংশ সরকারি কর্মচারী বাড়ি থেকে কাজ করবেন।দিল্লির দূষণ নিয়ন্ত্রণ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার উচ্চ পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত কার্যকরী করা হবে।’
গত কয়েকদিন ধরেই দিল্লির বাতাসে দূষণের মাত্রা লাগামছাড়া হতে থাকে। সবথেকে মারাত্মক পরিস্থিতি হয় সোমবার। সেদিন বাতাসের গুণগত মান আরও খারাপ পরিস্থিতিতে দাঁড়ায়। মাত্রাছাড়া দূষণ ঘুম কেড়ে নেয় প্রশাসনের। মঙ্গলবারও বাতাসের গুণগত মানের সূচক ৫০০ ছুঁয়ে ফেলে। বুধবার দুপুর ১২ টায় একিউআই-এর মাত্রা ৪২৮ -এ দাঁড়ায়। এই পরিস্থিতিতে সরকারি কর্মীচারীদের একটা অংশকে বাড়ি থেকে কাজ করানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। ৫০ শতাংশ সরকারি কর্মচারী প্রতি দিন বাড়ি থেকেই কাজ করবেন।এর আগেও দূষণের কারণে সরকারি অফিসের সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল আম আদমি পার্টির সরকার।
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বুধবার সকালে বলেন, মঙ্গলবারও রাজধানীতে কৃত্রিম বৃষ্টি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তিনি। তাঁর দাবি, এর আগে দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর জন্য অনুমতি চেয়ে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীকেও চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু সাড়া মেলেনি। তাই এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন দিল্লির মন্ত্রী।
দূষণ পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই দিল্লির সমস্ত স্কুলে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতেও ক্লাস আপাতত অনলাইনে হচ্ছে। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও অনলাইন ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে।
দূষণ নিয়ন্ত্রণের চতুর্থ স্তরের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দিল্লিতে। এই বিধিমাফিক প্রয়োজনীয় পণ্যবাহী ছাড়া অন্য কোনও ট্রাক রাজধানী এবং সংলগ্ন এলাকায় প্রবেশ করতে পারবে না। দিল্লির বাইরের কোনও ছোট পণ্যবাহী গাড়িও জরুরি পরিষেবা ছাড়া প্রবেশ করতে পারবে না। আদালতকে না জানিয়ে চতুর্থ স্তরের এই নিয়ন্ত্রণবিধি শিথিল করা যাবে না বলে সোমবারই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
দূষণের সঙ্গে দিল্লিতে বেরতে শুরু করেছে শীত। ফলে আরও চিন্তিত প্রশাসন। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস।