আন্তর্জাতিক নজরদারি এড়াতে নাম পরিবর্তন জৈশ-ই-মহম্মদের

মাসুদ আজহার (Photo by Aamir QURESHI / AFP)

জৈশ-ই-মহম্মদের ভােলবদল। আন্তর্জাতিক চাপ থেকে বের হতে এবং পকিস্তানে তাদের প্রশিক্ষণ মডিউলগুলি থেকে নজর ঘােরাতে নতুন নামকরণ হয়েছে জইশ-ই-মহম্মদের। 

মাসুদ আজহারের ভাই মুফতি আবদুল রউফ আসগর এই সন্ত্রাসবাদী সংগঠনের দায়িত্ব নেয়ার পর এর নাম পাল্টে রাখা হয়েছে মজলিস উরাসা-ই-শুহুদা জম্মু ওয়া কাশ্মীর। 

আন্তর্জাতিক মহলে সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত মাসুদ আজহার বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রয়েছে পাকিস্তানর ভাওয়ালপুরের মাকাজ উসমান-ও-আলিতে। ভারতের সন্ত্রাসবিরােধী এজেন্সিগুলির মতে নতুন নামে আত্মপ্রকাশ করলেও জৈশের শীর্ষ স্থানীয় নেতৃত্বের কোনাে পরিবর্তন হয়নি। বদলায়নি জঙ্গি ক্যাডারও। 


জৈশের এক নেতা মৌলানা আবিদ মুখতার চলতি বছরে কাশ্মীরে আয়ােজিত একটি মিছিলে ভারত, আমেরিকা এবং ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘােষণা করেছে। পাকিস্তান সূত্রে খবর, ভারতে আত্মঘাতী হামলার জন্য জৈশ ত্ম জনকে তৈরি করেছে। তাদের প্রধান নিশানা জম্মু-কাশ্মীরের সামরিক ক্যান্টনমেন্ট এবং সেনাবাহিনীর কনভয়। রউফ আসঘার চলতি মাসের শুরুর দিকে বালাকোটে ফের সক্রিয় করেছে মারকাজ সৈয়দ আহমেদ শাহিদ ট্রেনিং ক্যাম্প। ভারতীয় নিরাপত্তা ব্যবস্থায় হামলা চালানাের জন্য ভাওয়ালপুর এবং শিয়লকোট থেকে নতুন সদস্য নিয়ােগ করছে তারা।