পশ্চিমবঙ্গের হিন্দুরা বিপন্ন বােধ করছে। তাদের উপর অত্যাচার চলছে। এই অভিযােগকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে ৬১, সাউথ এভিনিউ দিল্লিতে তৃণমূলের কার্যালয়ের সামনে হিন্দু সেনার কয়েকজন সমর্থক বিক্ষোভ দেখান।
তাদের হাতে থাকা ব্যানার তারা তৃণমূলের কার্যালয়ের সামনে রেখে চলে যান। যদিও এবারই প্রথম নয়। এর আগে গত জানুয়ারিতেও দিল্লির ৬১, সাউথ এভিনিউর কার্যালয়ের সামনে হিন্দু সেনার পােস্টার দেখা গিয়েছিল।
উল্লেখ্য, সেই সময় ভিক্টোরিয়া মেমােরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ ধ্বনিকে কেন্দ্র করে বিতর্ক দেখা গিয়েছিল। সেই সময় দিল্লিতে তৃণমূলের কার্যালয়ের সামনে ‘জয় শ্রীরাম’ পােস্টার দেখা গিয়েছিল। হিন্দু সেনা নামে এই দক্ষিণপন্থী দলটি ২০১১ সালে স্থাপিত হয়। দিল্লিতে হিন্দু মহাসভা ভবনে তাদের সদর দফতর রয়েছে।