• facebook
  • twitter
Wednesday, 16 April, 2025

ওয়াকফ আইনের স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে মহুয়া

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ওয়াকফ আইনকে যতই ‘চমৎকার আইন’ বলুন না কেন, এর বিরুদ্ধে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ওয়াকফ আইনকে যতই ‘চমৎকার আইন’ বলুন না কেন, এর বিরুদ্ধে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বুধবারই ওয়াকফ আইনের ৩(সি) ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

বিল আইনে পরিণত হওয়ার পর থেকে অনেকেই মামলা করেছেন শীর্ষ আদালতে। তবে অমুসলিম প্রথম মহিলা হিসাবে মামলা করলেন মহুয়া। এর আগে অমুসলিম হিসাবে একমাত্র মামলা দায়ের করেছেন লালুপ্রসাদ যাদবের আরজেডির সাংসদ মনোজ ঝা।

এই আইনের বিরুদ্ধে স্থগিতাদেশ চাওয়ার যুক্তি হিসাবে তৃণমূল সাংসদের তরফে জানানো হয়েছে, ‘বেআইনি সম্পত্তি’ বলে এক বার কোনও কিছু বাজেয়াপ্ত করে নিলে, তা আর ফেরানো যাবে না। প্রসঙ্গত, ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার ‘বেআইনি ওয়াকফ সম্পত্তি’ বাজেয়াপ্ত করা শুরু করেছে।

সংবিধান প্রদত্ত সংগঠন বা সমিতি তৈরির স্বাধীনতা, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা, সম্পত্তির অধিকার সংক্রান্ত ধারা উল্লেখ করে মহুয়া তাঁর বিবৃতিতে জানিয়েছেন, নতুন আইনের মাধ্যমে এগুলি লঙ্ঘিত হচ্ছে। আগামী বুধবার (১৬ এপ্রিল) এই মামলার শুনানি হতে পারে বলে আশা করছেন মহুয়া।