দিল্লি, ১১ নভেম্বর – পশ্চিমবঙ্গে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচনের আগে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছিল তৃণমূল। শনিবার তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধিদল দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে দুটি স্মারকলিপি জমা দেন । সেখানে তাঁরা পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের বিরুদ্ধে প্রচারের সময় উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আলোচনার পরও সময় চেয়েছিলেন ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে, এবং সাংসদ কীর্তি আজাদ । তৃণমূলের প্রতিনিধিদলকে সময় দেওয়া হয়েছে সোমবার দুপুর সাড়ে ৩টেয়। আর সেখানেই আপত্তি তুলেছে তৃণমূল। কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনে কড়া ভাষায় চিঠি পাঠান তাঁরা। সোমবার বিকেল ৫টায় প্রচার শেষ। সাড়ে ৩টেয় আলোচনার পর কীভাবে বিজেপি নেতাদের প্রচারকে নিয়ন্ত্রণ করবে কমিশন সেই প্রশ্ন তুলেছেন তৃণমূলের প্রতিনিধিদল। নির্বাচন কমিশনের এই আচরণ বিজেপিকে সুবিধা করে দেবে বলে মনে করছেন প্রতিনিধিদলের সদস্যরা।