• facebook
  • twitter
Thursday, 9 January, 2025

তিরুপতি মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু, শোকপ্রকাশ মোদীর

বুধবার রাতে অন্ধ্র প্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরের বৈকুণ্ঠ দ্বার দর্শন টিকিট কাউন্টারের কাছে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার রাতে অন্ধ্র প্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরের বৈকুণ্ঠ দ্বার দর্শন টিকিট কাউন্টারের কাছে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে ৬ জন ভক্ত নিহত এবং ৪০ জন আহত হন। নিহতদের মধ্যে মহিলাও রয়েছেন। বৈকুণ্ঠ দ্বার দর্শনের টিকিট কাটার চেষ্টা করার সময় কয়েকশো মানুষ পদদলিত হয়েছেন।

তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) চেয়ারম্যান বি আর নাইডু বলেন, একটি মৃতদেহ শনাক্ত করা হয়েছে। একজন ডিএসপি (ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ) গেট খুলে দেন এবং সঙ্গে সঙ্গে সবাই এগিয়ে যেতে শুরু করে, যার ফলে পদদলিত হয়ে ৬ জন মারা যান। ১০ জানুয়ারী থেকে শুরু হওয়া ১০ দিনের বৈকুণ্ঠ দ্বার দর্শনের জন্য দেশজুড়ে লক্ষ লক্ষ ভক্ত এখানে এসেছেন।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় লিখেছেন, অন্ধ্র প্রদেশের তিরুপতিতে পদদলিত হওয়ার ঘটনায় আমি শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন, এই প্রার্থনা করছি। অন্ধ্র প্রদেশ সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।

লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও অন্ধ্র প্রদেশের তিরুপতি মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। এই কঠিন সময়ে তিনি কংগ্রেস কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান। রাহুল লিখেছেন, তিরুপতিতে পদদলিত হওয়ার ঘটনা খুবই দুঃখজনক। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডুও শোক প্রকাশ করেছেন। টিটিডি চেয়ারম্যান বি আর নাইডু বলেন, চন্দ্রবাবু নাইডু একটি টেলিকনফারেন্স করেছেন এবং মন্দিরের কর্মীদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, সন্দেহ করা হচ্ছে যে (মন্দির) প্রশাসনের অবহেলার কারণেই এটি ঘটেছে। চেয়ারম্যান বলেন, আহতদের সান্ত্বনা দিতে বৃহস্পতিবার তিরুপতিতে আসছেন মুখ্যমন্ত্রী। দ্রুত তিনি ক্ষতিপূরণের পরিমাণ ঘোষণা করবেন।

টিটিডি বোর্ডের সদস্য ভানু প্রকাশ পদদলিত হওয়ার ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন এবং ঘটনার জন্য ভগবান ভেঙ্কটেশ্বর স্বামীর ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, কিছু ত্রুটি হয়েছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু হারানো জীবন ফিরিয়ে আনা যাবে না।