করমন্ডলে ট্রেন দুর্ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার রেলের তিন আধিকারিক।

ওড়িশা:- করমন্ডলে ট্রেন দুর্ঘটনায় রেলের তিন আধিকারিককে গ্রেফতার করল সিবিআই। করমণ্ডল এক্সপ্রেস-সহ তিন ট্রেন দুর্ঘটনায় প্রায় অনেকজনের মৃত্যু হয়েছিল। সিবিআই তদন্ত শুরু করার সেই ঘটনায় প্রমাণিত হল কোথায় গাফিলতি ছিল রেলের। সূত্রের খবর, রেলের আধিকারিকের গাফিলতি ছিল বলেই এই দুর্ঘটনা ঘটেছে। সেই কারণেই রেলের তিন আধিকারিককে গ্রেফতার করল সিবিআই। তিন রেলকর্মীর বিরুদ্ধে অপরাধমূলক হত্যা ও প্রমাণ ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তাঁদের।এঁদের মধ্যে দুজন হলেন সেকশন ইঞ্জিনিয়ার ও একজন টেকনিশিয়ান। সূত্রের খবর, এই তিনজনের কাজের গাফিলতির জন্যই এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনাটি ঘটে। তবে এই দুর্ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত নয়। দুর্ঘটনার তদন্তকারী রেলওয়ে নিরাপত্তা কমিশনার সিআরএস গত সপ্তাহে সিগন্যালিং বিভাগের কর্মীদের ত্রুটিকে এর জন্য দায়ী করেছিলেন। এই দুর্ঘটনায় কাজে অবহেলার তথ্য সামনে আসে। সিআরএসের পক্ষ থেকে রেলওয়ে বোর্ডের কাছে জমা দেওয়া তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে, সিগন্যালিং কাজে ত্রুটি থাকা সত্ত্বেও, স্টেশন দুটি সমান্তরাল ট্র্যাকের সংযোগকারী সুইচগুলির বারবার অস্বাভাবিক আচরণ হলে কর্মীরা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারত। আরো বলা হয়েছে যে, ২০২২ সালের ১৬ মে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের বাঁকড়া নয়াবাজ স্টেশনে ভুল ওয়্যারিং এবং তারের ত্রুটির কারণে একইরকম একটি ঘটনা ঘটেছিল। যদি এই ঘটনার পর সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হত, তাহলে দুর্ঘটনা ঘটত না। দক্ষিণ পূর্ব রেলের মহাব্যবস্থাপক অর্চনা জোশীকে সম্প্রতি তিন ট্রেন দুর্ঘটনার প্রায় এক মাস পরে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে এবং অনিল কুমার মিশ্র এই দায়িত্ব গ্রহণ করেছেন।