সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের অধিকাংশ শেয়ার বিক্রি করতে পারে কেন্দ্র। এই প্রস্তাব এসেছে কেন্দ্রের কাছে নীতি আয়ােগের তরফে।
নীতি আয়ােগ কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছে, এ দু’টি ব্যাঙ্কে বড় মাপের বিলগ্নি যাতে হয়, সেই পথে হাঁটুক কেন্দ্র। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুরােপুরি বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে নীতি আয়ােগের তরফে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফেব্রুয়ারির শুরুতে সংসদে পেশ করা বাজেটে দেশের কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের কথা ঘােষণা করেছিলেন।
যে চারটি ব্যাঙ্ককে বেসরকারিকরণের জন্য প্রাথমিক তালিকায় রাখা হয়েছিল, সেগুলি হল ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।