• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

ছত্তিশগড়ে গুলির লড়াইয়ে নিহত তিন মাওবাদী

পুলিশের দাবি, তিন মাওবাদীর মৃত্যু হয়েছে। ছত্রিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল মাওবাদীদের শাখা পিএলজিএ (পিপল লিবারেশন গেরিলা আর্মি)।

প্রতীকী চিত্র

ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান নিরাপত্তা বাহিনীর। গুলির লড়াইয়ে নিহত তিন মাওবাদী। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। বিজাপুর ন্যাশনাল পার্ক এলাকার ঘন জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। শনিবার বিজাপুর এলাকায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর (সিআরপিএফ) এক জওয়ান আহত হন। তাঁকে বিজাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তারপরেই ওই এলাকায় অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। ওই অভিযানে পুলিশের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়।

পুলিশের দাবি, তিন মাওবাদীর মৃত্যু হয়েছে। ছত্রিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল মাওবাদীদের শাখা পিএলজিএ (পিপল লিবারেশন গেরিলা আর্মি)। ওই হামলার ঘটনায় ‘ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড’ বাহিনীর আট জওয়ান এবং গাড়ির চালক নিহত হন। জানা গিয়েছে, বেদ্রে-কুতরু রোডের পাহাড় ও জঙ্গল ঘেরা অংশে মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের ‘ফাঁদে’ পড়ে গিয়েছিল ওই গাড়িটি। ঘটনার পরেই উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইন সন্ধানী যন্ত্র এনে বস্তার জেলা জুড়ে তল্লাশি অভিযান শুরু করে আধা সেনা ও পুলিশের যৌথ বাহিনী।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত বিজাপুরের জঙ্গলে বিভিন্ন জায়গায় পুঁতে রাখা মোট ২০৬ টি বিস্ফোরণ খুঁজে পেয়েছে নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। পরিসংখ্যান অনুযায়ী ২০০০ সালে ছত্তিশগড় রাজ্যের সূচনা পর্ব থেকে এখনও পর্যন্ত ৩৫৫০ টি বেশি বোমা বাজেয়াপ্ত করে নিষ্ক্রিয় করা হয়েছে। অন্য দিক থেকে এই ২৪ বছরে বিস্ফোরণ হয়েছে ১১৭০টির বেশি বোমা, যার জন্য মৃত্যু হয়েছে অনেক নিরাপত্তাকর্মীর।