• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে তিনটি হোটেলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি

এবার বোমাতঙ্ক ছড়াল অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরসংলগ্ন কয়েকটি হোটেলে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মানুষ এবং পর্যটকদের মধ্যে। ই-মেলে দাবি করা হয়, মন্দির সংলগ্ন তিনটি হোটেলে বোমা রাখা রয়েছে। ইমেলে দাবি করা হয়, আইএসআই-এর সঙ্গে হাত মিলিয়ে তিরুপতি সংলগ্ন হোটেলে বিস্ফোরণের ছক কষেছেন খোদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। চাঞ্চল্যকর এই ইমেল পাওয়ার পর  শোরগোল অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় তীর্থস্থান তিরুপতিতে।

বিমানে বোমাতঙ্কের ঘটনায় জেরবার দেশ। শুধু অন্তর্দেশীয় বিমানেই নয়, আন্তর্জাতিক বিমানগুলিতেও লাগাতার বোমাতঙ্কের ঘটনা ঘটে চলেছে। এরই মধ্যে বোমাতঙ্ক ছড়িয়েছে দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্যের স্কুলগুলিতেও। কিন্তু সেখানেই শেষ নয়, এবার বোমাতঙ্ক ছড়াল অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরসংলগ্ন কয়েকটি হোটেলে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মানুষ এবং পর্যটকদের মধ্যে। ই-মেলে দাবি করা হয়, মন্দির সংলগ্ন তিনটি হোটেলে বোমা রাখা রয়েছে। ইমেলে দাবি করা হয়, আইএসআই-এর সঙ্গে হাত মিলিয়ে তিরুপতি সংলগ্ন হোটেলে বিস্ফোরণের ছক কষেছেন খোদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর। চাঞ্চল্যকর এই ইমেল পাওয়ার পর  শোরগোল অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় তীর্থস্থান তিরুপতিতে। ওই এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে  পর্যটক ও স্থানীয়দের মধ্যে।

 
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় লীলা মহল, কপিলা থেরথাম, এবং আলিপিরি এলাকার তিনটি বেসরকারি হোটেলে ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়। ‘পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই হোটেলে বিস্ফোরক রেখেছে। সেগুলি সক্রিয় করে হোটেল উড়িয়ে দেওয়া হবে। রাত ১১টার মধ্যে হোটেল খালি করে দিন।’ শুধু তাই নয়, খোদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন বলে দাবি করা হয় ওই ইমেলে। এহেন হুমকি আসার সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন হোটেল কর্তৃপক্ষ। হোটেল কর্তৃপক্ষদের কাছে এই হুমকি মেল আসার পরই হৈচৈ শুরু হয়ে যায়। যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে। খবর পেয়েই পুলিশ এবং ডগ স্কোয়াড হোটেলগুলিতে আসে। তিরুপতি মন্দির সংলগ্ন ওই হোটেলগুলি খালি করিয়ে তল্লাশি চালানো হয়। যদিও সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। 
 
হুমকি মেলে খোদ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর নাম থাকায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। হুমকি মেলের উৎস খোঁজার উদ্দেশে শুরু হয়েছে তদন্ত। ইমেলগুলি খতিয়ে দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে।