সময়ের তিনদিন আগেই কেরলে ঢুকলো বর্ষা প্রভাব বাংলাতেও

lonely boat on a rainy day

ভারতে এসে গেল বর্ষা। সময়ের আগেই কেরালায় ঢুকে পড়েছে বর্ষা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবারই কেরলে এসে গিয়েছে বর্ষা।

সাধারণত ১ জুন কেরলে বর্ষা আসে। সময়ের তিনদিন আগে দক্ষিণ ভারতে ঢুকল মৌসুমী বায়ু।

তার প্রভাবে আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে। রবিবার আবহাওয়া দপ্তরের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।


সেখানে বলা হয়েছে, ‘আরব সাগরের কয়েকটি অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। লক্ষদ্বীপ, কেরালা ছাড়াও তামিলনাড়ুর কয়েকটি অঞ্চলে বর্ষা এসে গিয়েছে।

আবহাওয়া দপ্তরের প্রধান হুত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘কেলে মৌসুমী বায়ু প্রবেশ করেছে রবিবার।

১ জুনের পরিবর্তে আজই বর্ষা এসেছে।’ বর্ষা আসার সব প্রমাণই কেরলে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

গত চব্বিশ ঘণ্টায় কেরালার সব জায়গাতেই বৃষ্টি হয়েছে। ১৪ টি স্টেশনের মধ্যে দশটি স্টেশনেই ২.৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। তবে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি কেরালায়।

গত বছরও সময়ের আগেই বর্ষা আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সময় পেরিয়ে যাওয়ার পরে বর্ষা আসে।

আগামী তিন-চার দিনের মধ্যেই বঙ্গোপসাগরীয় উপকূলবর্তী এলাকায় বর্ষা আসবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আগামী পাঁচদিন গাঙ্গেয় উপকূলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে এখনই খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে।

আপাতত আগামী তিন দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সময়ের তিনদিন আগে দক্ষিণ ভারতে ঢুকল মৌসুমী বায়ু।

গত চব্বিশ ঘণ্টায় ক্রোলার সব জায়গাতেই বৃষ্টি হয়েছে। আগামী তিন দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।