• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফোনেই হাসপাতাল উড়িয়ে দেওয়ার হুমকি, তটস্থ দিল্লি পুলিশ

দিল্লি, ১৪ মে– লাগাতার বোমা হামলার হুমকি৷ দিল্লির নানান স্কুল থেকে শুরু করে হাসপাতাল, বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি আসছে৷ এবার সেই তালিকায় জুড়ল আরও ৪টি হাসাপাতালের নাম৷ আগের হুমকি গুলি মেইলে পাঠানোর হলেও এবার এবার হাসপাতাল উডি়য়ে দেওয়ার হুমকি এল ফোনে৷ পুলিশ জানিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দরেও মেল করে এইভাবেই হুমকি দেওয়া হয়েছিল৷ দিল্লি পুলিশের সাইবার

দিল্লি, ১৪ মে– লাগাতার বোমা হামলার হুমকি৷ দিল্লির নানান স্কুল থেকে শুরু করে হাসপাতাল, বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি আসছে৷ এবার সেই তালিকায় জুড়ল আরও ৪টি হাসাপাতালের নাম৷ আগের হুমকি গুলি মেইলে পাঠানোর হলেও এবার এবার হাসপাতাল উডি়য়ে দেওয়ার হুমকি এল ফোনে৷
পুলিশ জানিয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দরেও মেল করে এইভাবেই হুমকি দেওয়া হয়েছিল৷ দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখা এই হুমকির ঘটনার তদন্ত শুরু করে জানতে পারে, এ ধরনের মেল পাঠানো হয় ভিপিএন কানেকশন থেকে৷ যাতে প্রেরকের সঠিক আইপি অ্যাড্রেস গোপন থাকে৷ সব হুমকি একই জায়গা থেকে পাঠানো হচ্ছে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ৷
গত রবিবার দিল্লির অন্তত ৬টি হাসপাতালে হুমকি মেল এসেছিল৷ মঙ্গলবার আরও ৪টি হাসপাতাল উডি়য়ে দেওয়া হবে বলে ফোন করে হুমকি দেওয়া হয়েছে৷ স্কুল-হাসপাতাল ছাড়াও দিল্লির বিমানবন্দর উডি়য়ে দেওয়া হবে বলেও মেল পেয়েছিল পুলিশ৷ লোকসভা ভোটের মধ্যে এইভাবে পরপর হুমকি আসায় স্বাভাবিকভাবে চিন্তা বেডে়ছে দিল্লি পুলিশ প্রশাসনের৷ গত ১ মে দিল্লি, নয়ডা এবং গাজিয়াবাদ মিলিয়ে অন্তত ১০০টি স্কুলে হুমকি চিঠি পাঠানো হয়েছিল৷
দিল্লির স্কুলের বোমাতঙ্কের ঘটনায় পুলিশের সন্দেহ ছিল আতঙ্ক ছড়ানোর পিছনে ইসলামি জঙ্গিদের হাত থাকতে পারে৷ এই ঘটনার পর গত রবিবার আবার হাসপাতালগুলিতে হুমকি মেল আসে৷ মঙ্গলবার আবারও একই ধরনের ঘটনা ঘটায় জঙ্গিযোগের বিষয়টিই আরও জোরালো হচ্ছে৷ মঙ্গলবার দিল্লির দীপচাঁদ বন্ধু হাসপাতাল, দাদাদেব হাসপাতাল, হেডগেওয়ার এবং জিটিবি হাসপাতালে ফোন করে বোমা মারার হুমকি দেওয়া হয়েছে৷ এরআগে রবিবার দিল্লির বুরারি সরকারি হাসপাতাল এবং মঙ্গলপুরীর সঞ্জয় গান্ধী হাসপাতালে বোমাতঙ্ক ছড়িয়েছিল৷