ফের বোমাতঙ্ক তিরুপতিতে। এবার আতঙ্ক ছড়াল তিরুপতির ইস্কন মন্দিরে।মন্দির কর্তৃপক্ষের কাছে আসে হুমকি ইমেল। সেই ইমেলে রয়েছে, বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে গোটা মন্দির। হামলার নেপথ্যে পাকিস্তানের আইএসআই-এর যোগ থাকবে বলেও ইমেল বার্তায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হুমকি ইমেল পাওয়ার পরই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন মন্দির কর্তৃপক্ষ। যদিও আগের হুমকির ঘটনাগুলির মতো এক্ষেত্রেও তল্লাশি চালিয়ে মন্দির চত্বরে সন্দেহজনক কোনও কিছু মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
গত বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের তিরুপতির দুটি হোটেলে বোমাতঙ্ক ছড়ায়। ইমেলে হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।সম্প্রতি গুজরাটের ১০টি বিলাসবহুল হোটেলেও বোমাতঙ্ক ছড়ায়। এবার তিরুপতির ইসকন মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি এল।পুলিশ সূত্রে খবর, রবিবার মন্দির কর্তৃপক্ষ একটি ইমেল পায় । সেখানে লেখা ছিল , ‘পাকিস্তানের আইএসআই মদতপুষ্ট জঙ্গিরা মন্দির বোমা মেরে উড়িয়ে দেবে।’
এই খবর জানার পরই মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করেছে পুলিশ। বম্ব স্কোয়াড, স্নিফার ডগ পাঠিয়ে মন্দির চত্বরে তল্লাশি চালানো হয়। তবে কোনও জায়গাতেই বোমা পাওয়া যায়নি। আগেরগুলির মতো এই হুমকিও ভুয়ো বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে মন্দিরের নিরাপত্তা বাড়িয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
তিরুপতি থানার এক পুলিশ আধিকারিক শ্রীনাবাসুলু বোমাতঙ্কের খবর নিশ্চিত করেছেন। তিনি এ-ও জানান, তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া না গেলেও তদন্ত চলছে। কে বা কারা ওই ভুয়ো ইমেল পাঠালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত কয়েকদিনে তিরুপতি শহরে কয়েকটি জায়গায় বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ১৫ দিনে ৩০০টিরও বেশি অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক ভারতীয় বিমানে বোমাতঙ্ক ছড়ানো হয়। প্রায় প্রত্যেকদিনই বিমানে হুমকিবার্তা পাঠানো হচ্ছে যার জেরে ব্যাহত হচ্ছে পরিষেবা, হয়রান হতে হচ্ছে যাত্রী এবং উড়ান সংস্থাগুলিকে। এই নিয়ে বৈঠকও হয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবং বিভিন্ন উড়ান সংস্থাগুলির। অভিযুক্তদের খোঁজে তল্লাশি, এমনকি শাস্তি ঘোষণার পরও হুমকিবার্তা আসছে। বিমান, স্কুল-কলেজ এবং হোটেলের পর দেশের মন্দিরে হুমকিবার্তা পাঠানোর ঘটনায় উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে।