সকাল সকাল ফের বোমাতঙ্ক ছড়াল দিল্লির একাধিক বিদ্যালয়ে! এই নিয়ে একই সপ্তাহে দু’বার বোমাতঙ্কের সাক্ষী থাকল রাজধানী শহর! দিল্লির ৬টি বিদ্যালয়ে রাখা আছে একাধিক বোমা, এই মর্মে একটি দুষ্কৃতি গোষ্ঠীর নাম করে ইমেল মারফৎ হুমকি পাঠানো হয় শুক্রবার সকালে। প্রবল আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এই ঘটনাকে ঘিরে। দিল্লি পুলিশের কাছে খবর যায়। খবর যায় বম্ব স্কোয়াডের কাছেও। স্কুলগুলিকে দ্রুততার সঙ্গে ফাঁকা করা হয়। তবে চিরুনিতল্লাশি চালিয়েও কোনও প্রকার বিস্ফোরক বা অন্য কিছুই মেলেনি।
পুলিশি সূত্র মারফৎ জানা গিয়েছে, শুক্রবার সকালে বোমাতঙ্ক ছড়ায় দিল্লির পূর্ব কৈলাশের ৬টি স্কুলে, যার মধ্যে রয়েছে সালওয়ান স্কুল, কেম্ব্রিজ স্কুল, দিল্লি পাবলিক স্কুল, মডার্ন স্কুল। বিস্ফোরক থাকতে পারে স্কুল প্রাঙ্গণে, এই আশঙ্কা ছড়াতেই স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের ছুটি দিয়ে বাড়ি ফেরত পাঠায়। অভিভাবকদেরও সেই সঙ্গে জানানো হয়, যাতে তাঁরা সন্তানদের আজ স্কুলে না পাঠান।
পুলিশি সূত্র থেকে আরও জানা যায়, হুমকি ইমেইলে ‘সিক্রেট ডার্ক ওয়েব’ নামক একটি দুষ্কৃতি গোষ্ঠীর তরফে স্কুলগুলিতে বিস্ফোরক রাখার কথা জানানো হয়েছে। এই বিস্ফোরণ ঘটবে ১৩ ও ১৪ ডিসেম্বর তারিখের মধ্যে, এমনটাই লেখা ছিল ওই ইমেলে। বোমা স্কুলে পাচার করা হবে পড়ুয়াদের স্কুলব্যাগে করেই, এমন ইঙ্গিত দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর একইভাবে হুমকি ইমেল মারফৎ স্কুলে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। দিল্লির বিভিন্ন জায়গা জুড়ে প্রায় ৪০টি স্কুলে বিস্ফোরণ ঘটানো হবে বলে জানানো হয়েছিল। যদিও সেখানেও তল্লাশি চালিয়ে দেখা যায়, হুমকিটি ভুয়ো ছিল।