রাজ্যে কিছুটা নিম্নমুখী দৈনিক করোনা গ্রাফ। কমল দৈনিক আক্রান্ত এবং মৃতের সংখ্যা। তবে উদ্বেগ বাড়াচ্ছে হাওড়ার মৃতের সংখ্যা। এই জেলায় একদিনে প্রাণ গিয়েছে ১১ জনের।
বাংলায় করোনায় পজিটিভিটি রেট কমে দাঁড়াল ১২.৫৮। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে বেশ খানিকটা।
শুক্রবার আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৫৪ জন। দৈনিক সংক্রমণের নিরিখে এগিয়ে কলকাতা। সেখানে ১ হাজার ৩৭৫ জন আক্রান্ত হয়েছেন। তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে দৈনিক আক্রান্ত ১ হাজার ৩১৭ জন।
উত্তরবঙ্গেও আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে। দার্জিলিংয়ে সংক্রমিতের সংখ্যা ৫০০ পেরিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লক্ষ ৪৯ হাজার ৭৪ জন। যদিও তা বৃহস্পতিবারের তুলনায় বেশ কিছুটা কম।
করোনা একদিনে প্রাণ কেড়েছে ৩৫ জনের। হাওড়ায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। মৃত্যু হয়েছে ১১ জনের। রাজ্যে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি ২০ হাজার ২৬৫ জন। অ্যাকটিভ কেস ১ লক্ষ ৩৪ হাজার ৮১৬ জন।
এদিকে, দৈনিক সংক্রমণ কিছুটা কমায় দোকান, বাজার বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করল পানিহাটি পুরসভা। শুক্রবার পুরসভার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর এই সিদ্ধান্ত। তবে দোকানে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের মুখে মাস্ক থাকা বাধ্যতামূলক।
গত ২৪ ঘণ্টায় ৭২ হাজার ৭৩৮টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ২৬ লক্ষ ২৩ হাজার ৯৪৬টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ১২.৫৮ শতাংশ।
কোভিড রুখতে জোর কদমে চলছে টিকাকরণ। ৪ লক্ষ ৭ হাজার ৪৮৪ জন টিকা নিয়েছেন। প্রথম ডোজ পেয়েছেন ৯৪ হাজার ৫৪৮ জন এবং বাকি ২ লক্ষ ৬৮ হাজার ৫৮২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।