• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

‘হাউডি মােদি’র কারিগর এবার নবান্ন দখলের লড়াইয়ে

বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি’র হয়ে মাঠে নামছে ‘হাউডি মােদি' সামলানাে আন্তর্জাতিক বিষয়ক দফতরের প্রধান বিজয় চৌগাইওয়ালে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০ তম জন্মদিন উপলক্ষে প্ল্যাকার্ড হাতে বিজেপি সদস্য। (Photo by Arun SANKAR / AFP)

বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি’র হয়ে মাঠে নামছে ‘হাউডি মােদি’ সামলানাে আন্তর্জাতিক বিষয়ক দফতরের প্রধান বিজয় চৌগাইওয়ালে। অনাবাসী বাঙালিদের পাশে টানতে বিজেপির এই কৌশল। আমেরিকায় সফলভাবে ‘হাউডি মােদি’ সংগঠিত করেছিলেন বিজয় চৌথাইওয়ালে।

কলকাতায় যদিও তার আসার কর্মসূচি নেই। অনলাইনেই তিনি বিজেপি’র হয়ে প্রচার করবেন। কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘এনআরআই ফর সােনার বাংলা’। ২০১৪ সালে লােকসভা নির্বাচনের আগে মােদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অনাবাসী ভারতীয়দের প্রভাবকে কাজে লাগিয়েছিল বিজেপি।

এখানেই শেষ নয়, ২০১৯ সালে মােদির প্রত্যাবর্তন নিশ্চিত করতে অনাবাসীদের কাজে লাগায় পদ্মশিবির। ২০২১-এ রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অনাবাসী। বাঙালিদের মধ্যে যােগসূত্র তৈরি করবেন বিজয়। প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে, যিনি বর্তমানে বিজেপির রাজ্য কমিটির সদস্য, তিনি বিজয়ের সঙ্গে যােগাযােগ রক্ষা করে চলকেন এরাজ্যে তৃণমূলকে ধরাশায়ী করতে।