জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের মধ্যে কোনও গোপন কুঠুরি নেই। ওড়িশা সরকারের তরফে একথা জানানো হল। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন ঘোষণা করেন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাথমিক রিপোর্টে কোনও গোপন কুঠুরির অস্তিত্ব মেলেনি। তবে প্রাথমিক গবেষণায় ধরা পড়েছে যে ভিতরে একটি ফাটল তৈরী হয়েছে। সেটির দ্রুত মেরামতি প্রয়োজন। নতুন বছর থেকে জগন্নাথ মন্দিরের রত্ন গোনার কাজ শুরু হবে। গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার অর্থাৎ জিপিআর রিপোর্ট এলে সরকার সাতদিনের মধ্যেই প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানানো হয়েছে।