• facebook
  • twitter
Thursday, 10 April, 2025

হাসিনা পরবর্তী আমলে দিল্লি-ঢাকা সম্পর্কে বদল এসেছে, মানলেন বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন 

ঢাকা-দিল্লির সম্পর্ককে অনেক সময়ই 'সোনালী অধ্যায়' বলে  উল্লেখ করে থাকতেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা। সেই 'সোনালী অধ্যায়' এখনও কি দুই দেশের মধ্যে রয়েছে ?  নয়া বাংলাদেশ সরকারের বিদেশমন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন মনে করেন, হাসিনা সরকারের পতনের পর থেকে  ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বদলে গিয়েছে। শনিবার  ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে বক্তব্য রাখার সময় ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের বিষয়ে তিনি বলেন, '৫ আগস্ট পর্যন্ত ভারতের সঙ্গে এক রকম সম্পর্ক ছিল। ৫ আগস্টের পরে সেই সম্পর্কে বদল এসেছে। এটাই বাস্তব।'