গাইঘাটায় চুরির অভিযোগে দুই শিশুকে শিকল দিয়ে বেঁধে রাখায় ধৃত মহিলা

গাইঘাটা থানার চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায় লোহার রড চুরির অভিযোগে দু’টি বাচ্চাকে লোহার চেন দিয়ে বেঁধে রোদে ফেলে রাখার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধ।

এই ঘটনায় গাইঘাটা থানার পুলিশ ওই বাচ্চাদের উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করে অভিযুক্ত মহিলা মৌসুমী দাসকে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর , এ দিন চাঁদপাড়া ঢাকুরিয়া এলাকায় লোহার রড চোর সন্দেহে বাচ্চা দু’টিকে শিকল দিয়ে বেঁধে রোদে ফেলে রাখেন মৌসুমী।


খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা বাচ্চাদের উদ্ধার করে এবং গ্রেফতার করে অভিযুক্ত মহিলা মৌসুমী দাসকে। স্থানীয় বাসিন্দারা জানান , বেশ কিছু দিন ধরেই ওই মহিলা বিভিন্ন জিনিস চুরির অভিযোগ করছিলেন।

শনিবার সকালে বাচ্চা দু’টিকে ধরে চোর বলে দাবি করেন। তারা লোহার রড চুরি করেছে বলে দাবি করেন ওই মহিলা। দু’জনকে একটি লোহার শিকল দিয়ে আষ্টেপৃষ্টে বেঁধে রোদের মধ্যে ফেলে রাখেন তিনি।

বাচ্চা দু’টি কাঁদতে শুরু করলে প্রতিবেশীরা এসে তাদের ছেড়ে দেওয়ার আবেদন করেন ওই মহিলার কাছে। অভিযোগ , তাতে কর্ণপাত করেননি মহিলা।তার পরই পুলিশের সাহায্যে বাচ্চা দু’টিকে উদ্ধার করা হয়।