• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভোটের মুখে কেরলে সিপিএম এবং কংগ্রেসের বাকযুদ্ধ চরমে

তিরুঅনন্তপুরম, ১৩এপ্রিল – লোকসভা ভোটের  মুখে কেরলে ‘ইন্ডিয়া’র দুই শরিক সিপিএম এবং কংগ্রেসের বাকযুদ্ধ চরমে।নির্বাচনী প্রচারে বিজেপিকে সুবিধে করে দেওয়ার অভিযোগে পারস্পরিক দোষারোপের পালা চলছে।  দুই দলের নেতানেত্রীদের মধ্যে বিবাদ সামনে এসেছে।  কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারায় বিজয়ন সম্প্রতি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাহুল গান্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর অভিযোগ, রাজুল গান্ধি যদি সত্যি বিজেপির

তিরুঅনন্তপুরম, ১৩এপ্রিল – লোকসভা ভোটের  মুখে কেরলে ‘ইন্ডিয়া’র দুই শরিক সিপিএম এবং কংগ্রেসের বাকযুদ্ধ চরমে।নির্বাচনী প্রচারে বিজেপিকে সুবিধে করে দেওয়ার অভিযোগে পারস্পরিক দোষারোপের পালা চলছে।  দুই দলের নেতানেত্রীদের মধ্যে বিবাদ সামনে এসেছে।  কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারায় বিজয়ন সম্প্রতি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রাহুল গান্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর অভিযোগ, রাজুল গান্ধি যদি সত্যি বিজেপির বিরুদ্ধে লড়াইকে গুরুত্ব দিতেন , তাহলে কেরলে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভিতের ময়দানে নামতেন। কেরলের ওয়েনাড়ে বাবামেদের বিরোধিতা করতেন না।

এর জবাবে কেরলের কংগ্রেস নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সতীশন বলেন, ‘‘পিনারাই বিজয়নের উদ্দেশ্য বিজেপিকে সাহায্য করা। তাই গত এক মাস ধরে ধারাবাহিক ভাবে কংগ্রেস এবং রাহুলকে আক্রমণ করে চলেছেন।’’ তাঁর সরকারের নানা দুর্নীতি ও অপকর্মগুলি আড়াল করাও বিজয়নের অন্যতম উদ্দেশ্য বলে অভিযোগ করেন সতীশন। সতীশনের আরও অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়াতেই বিজয়ন বিজেপিকে সুবিধে করে দিতে চাইছে।  তাই ধারাবাহিকভাবে কংগ্রেস এবং রাহুল গান্ধিকে নিশানা করছে।