• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

‘র’-কে নিষিদ্ধ করার সুপারিশ মার্কিন কমিটির, নিশানা মোদীকেও

আমেরিকার বুকে শিখ বিচ্ছিন্নতাবাদীদের খুনের ছক কষার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘র’-কে নিষিদ্ধ করার সুপারিশ করেছে ওই কমিশন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মুসলিম জনসংখ্যার মন জোগাতে এনেছেন সওগাত-এ-মোদী। আর ঠিক সেদিনই এক রিপোর্ট পেশ করে মার্কিন কমিশন জানিয়েছে, ‘ভারতে সংখ্যালঘুদের উপর আচরণের অবনতি ঘটছে। সে দেশের সংখ্যালঘুরা খারাপ ব্যবহারের মুখোমুখি হচ্ছেন।’

আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার উপর গঠিত মার্কিন কমিশনের (সিএএ) পেশ করা রিপোর্টে ভারতের ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করা হয়েছে। এতে বলা হয়, ২০২৪ সালে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য বেড়েছে। প্রতিবেদনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শাসকদল ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) গত বছরের নির্বাচনে মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও গুজব ছড়ানোর জন্যও অভিযুক্ত করা হয়েছে।

শুধু ভারতের সংখ্যালঘু মুসলিমদের প্রতি অত্যাচার বৃদ্ধির কথাই বলেনি এই রিপোর্ট পাশাপাশি ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র)-এর উপর নিষেধাজ্ঞা জারির সুপারিশ করেছে। আমেরিকার বুকে শিখ বিচ্ছিন্নতাবাদীদের খুনের ছক কষার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘র’-কে নিষিদ্ধ করার সুপারিশ করেছে ওই কমিশন। ওই রিপোর্টে ধর্মীয় স্বাধীনতা অমান্য করার জন্য ভারতকে নির্দিষ্ট কারণে উদ্বেগজনক দেশের তকমা দেওয়ার সুপারিশ জানানো হয়েছে।

মার্কিন কমিশন ভারত সরকারকে ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং ধর্মীয় নিপীড়ন রোধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। কমিশন সুনির্দিষ্টভাবে ভারতীয় নাগরিকত্ব আইন নিয়েও প্রশ্ন তুলেছে। এর আগে এই সিএএ-কে ‘মৌলিকভাবে বৈষম্যমূলক’ বলে বর্ণনা করেছিল রাষ্ট্রসংঘ। এছাড়া কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সমালোচনাও করা হয়েছে রিপোর্টে। কমিশনের রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সাল থেকে শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে আমেরিকা ও কানাডায় ভারতের ‘কথিত পদক্ষেপ’ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছে। ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। যদিও ভারত এই অভিযোগ অস্বীকার করেছে আগেই। ২০২৪ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার অধিকারের আরও অবনতি ঘটে।