• facebook
  • twitter
Thursday, 14 November, 2024

চিকিৎসকের চূড়ান্ত গাফিলতি, বাঁ চোখের বদলে অস্ত্রোপচার করা হল ডান চোখে 

ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ। বাঁ চোখে অস্ত্রোপচার করার বদলে ভুল করে ডান চোখে অস্ত্রোপচার করলেন চিকিৎসক। এমনই ভয়ানক গাফিলতির ঘটনা ঘটল গ্রেটার নয়ডার এক হাসপাতালে। সাত বছরের সন্তানের বাঁ চোখে অস্ত্রোপচার করাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবা। কিন্তু অস্ত্রোপচার করা হয় তার ডান চোখে, অভিযোগ পরিবারের। পরে নিজের ভুল স্বীকারও করে নেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, যুধিষ্ঠির ভাটি নামে শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। 

ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ। বাঁ চোখে অস্ত্রোপচার করার বদলে ভুল করে ডান চোখে অস্ত্রোপচার করলেন চিকিৎসক। এমনই ভয়ানক গাফিলতির ঘটনা ঘটল গ্রেটার নয়ডার এক হাসপাতালে। সাত বছরের সন্তানের বাঁ চোখে অস্ত্রোপচার করাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবা। কিন্তু অস্ত্রোপচার করা হয় তার ডান চোখে, অভিযোগ পরিবারের। পরে নিজের ভুল স্বীকারও করে নেন চিকিৎসক। পুলিশ জানিয়েছে, যুধিষ্ঠির ভাটি নামে শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

 
ঘটনাটি ঘটেছে ১২ নভেম্বর , আনন্দ স্পেকট্রাম হাসপাতালে। জানা গিয়েছে, শিশুটির বাঁ চোখ দিয়ে অনবরত জল পড়ত। বাবা নিতিন ভাটি ছেলেকে নিয়ে যান চিকিৎসকের কাছে।  চিকিৎসক আনন্দ ভার্মা পরীক্ষা করে জানান, শিশুটির চোখে প্লাস্টিকের মতো একটি জিনিস রয়েছে।অস্ত্রোপচার করলে ঠিক হয়ে যাবে। এর জন্য খরচ হবে ৪৫ হাজার টাকা। শিশুটির পরিবার অস্ত্রোপচার করাতে রাজি হলে গত মঙ্গলবার নয়ডার হাসপাতালে শিশুটির চোখে অস্ত্রোপচার করেন চিকিৎসক। এরপর তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। বাড়িতে ফেরার পর শিশুটির মা দেখেন, বাঁ চোখের বদলে  ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে। তখন তাঁরা আবার ছুটে যান হাসপাতালে। তাঁদের অভিযোগ, তখন ওই চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপরেই গৌতম বুদ্ধ নগরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন শিশুটির পরিবার। 
 
হাসপাতালটি সিল করে দেওয়ার পাশাপাশি চিকিৎসকের লাইসেন্স বাতিল করে করে দেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগী শিশুটির পরিবার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।