• facebook
  • twitter
Friday, 22 November, 2024

থানে পুরসভাও হাতছাড়া উদ্ধবের, ৬৬ কাউন্সিলর যোগ দিলেন শিণ্ডে শিবিরে

এ যেন শেষ হয়েও হচ্ছে না। একে-একে পট বদল ঘটছে মহারাষ্ট্র নাটকের। শেষ হয়নি উদ্ধব ঠাকরের শিব সেনা ভার্সেস শিণ্ডে-সেনার লড়াই।

Eknath Shinde.

এ যেন শেষ হয়েও হচ্ছে না। একে-একে পট বদল ঘটছে মহারাষ্ট্র নাটকের। শেষ হয়নি উদ্ধব ঠাকরের শিব সেনা ভার্সেস শিণ্ডে-সেনার লড়াই।

ইতিমধ্যে উদ্ধব ক্ষমতাচ্যূত হয়েছেন। ক্ষমতায় এসেছেন একনাথ শিণ্ডে। এবার থানে পুরসভারও দখলও হাতছাড়া হল শিব সেনার উদ্ধব শিবিরের।

ওই পুরসভার প্রায় সমস্ত কাউন্সিলর যোগ দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী শিণ্ডের গোষ্ঠীতে। এদিকে চূড়ান্ত রাজনৈতিক হেনস্তার বাজারে সংসদীয় দলনেতা বদলে ফেললেন চিন্তিত উদ্ধব।

বৃহস্পতিবার থানে পুরসভার ৬৭ জন শিব সেনা কাউন্সিলরের ৬৬ জনই যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গোষ্ঠীতে।

কার্যত এই ঘটনায় থানে পুরসভার দখলও হাতছাড়া হল উদ্ধবের। উল্লেখ্য, এই এলাকা থেকেই অটোচালাক নেতা হিসেবে উত্থান হয়েছিল শিণ্ডের।

আশির দশকে আনন্দ দীঘের হাত ধরে বাল সাহেব ঠাকরের দলে যোগ দেন মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী। এখানেই প্রথমবার ভোটে জিতে কাউন্সিলরও হন তিনি। পরবর্তীকালে এলাকার চারবারের বিধায়ক।

থানে পুরসভার দখল নিয়ে এবার রাজ্য রাজনীতির তুলনায় নীচের তলাতেও ছড়ি ঘোরানোর কাজ শুরু করে দিলেন একনাথ শিণ্ডে। অন্যদিকে এখনও পর্যন্ত মহা অস্বস্তিতেই রয়েছে উদ্ধব ঠাকরে।

বুধবার সংসদীয় দলে ভাঙনের আঁচ পেয়ে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন তিনি। সরিয়ে দিয়েছেন শিণ্ডে শিবিরের ঘণিষ্ট বলে পরিচিত ভাবনা গাওলিকে। সেই জায়গায় লোকসভার মুখ্য সচেতক নির্বাচিত করেছেন রাজন বিচারেকে।