কলকাতা:- সালটা ২০০১, মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত ছবি ‘গদর: এক প্রেম কথা’। রোম্যান্টিক অ্যাকশন ঘরানার এই ছবিতে ফুটে উঠেছিল তারা সিং এবং সাকিনার গল্প। দেশভাগের মর্মান্তিক ঘটনার কথা এবং অশান্ত সময়ের এক মিষ্টি প্রেম কাহিনি ফুটে উঠেছিল এই সিনেমাটিতে। সেই সময় দারুণ সাফল্য পায় এই ছবিটি। ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল সানির এই ছবি। এই ছবিতে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল সানি দেওল এবং আমিশা প্যাটেলকে। শিখ ট্রাক চালক তারা সিংয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল সানি দেওলকে। দুজনের ধর্ম আলাদা হলেও অশান্ত পরিস্থিতি তাঁরা কীভাবে সামলাবেন, সেই গল্পই দেখানো হয়েছিল। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন ওমরীশ পুরি। এবার প্রায় ২২ বছর পর আবার ‘গদর ২’ তে অভিনয় করতে দেখা যাবে সানি ও আমিশাকে। এই ছবিতে সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করবেন উৎকর্ষ শর্মা। তিনি আগেও সানি-আমিশার ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে।
গদর ছবিতে সানিকে এক ট্রাক চালকের চরিত্রে দেখা যায়, যিনি কিনা একজন শিখ সম্প্রদায়ের ছিলেন। অন্যদিকে ঘটনাচক্রে সাকিনার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ধর্ম আলাদা হলেও সেই পরিস্থিতিতে তাঁরা কী করে যুঁঝে ছিলেন সেই গল্পই এই ছবিতে তুলে ধরা হয়েছিল। অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে এখানে দেখা গিয়েছিল ওমরীশ পুরিকে। এবার সেই ছবির দ্বিতীয় ভাগ তথা সিক্যুয়েল মুক্তি পেতে চলেছে। অনিল শর্মাই এই ছবির দ্বিতীয় ভাগের পরিচালনা করেছেন। উৎকর্ষ শর্মাকে এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে। তিনি সানি এবং আমিশার ছেলের চরিত্রে অভিনয় করবেন এখানে। এই ছবির টিজারে দেখা যায় ১৯৭১ সালের একটি ঘটনা। লাহোরে গিয়ে সেখানকার জামাই তারা সিং তথা সানি কোনো একটি ঘটনার সম্মুখীন হন। টিজারে দেখা গিয়েছে অ্যাকশন, দাউদাউ করে জ্বলতে থাকা শহর, হিংসার ঘটনা। কেবল তারা সিং নয়, এই ছবির জনপ্রিয় গান ‘ঘর আজা পরদেশী’ ফিরছে এই ছবির হাত ধরেই। মাত্র ১ ঘণ্টায় এই ভিডিয়োর ভিউজ ১ মিলিয়ন পেরিয়ে গিয়েছে। ভিডিয়োর শেষে কারও শবদেহের কাছে বসে থাকতে দেখা যায় সানিকে। কিন্তু সেটা কার মৃতদেহ, সেই প্রশ্ন থেকে গেল। এই বছরের শুরুতেই প্রকাশ্যে এসেছে ‘গদর ২’ এর পোস্টার। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টার শেয়ার করেছিলেন সানি দেওল নিজে।