মাদ্রাসাগুলিকে আর্থিক সাহায্য বন্ধ করার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছিল জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। রাজ্যগুলিকে দেওয়া সেই পরামর্শকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় জামিয়াত উলেমা-ই-হিন্দ নামে একটি সংগঠন। সোমবার এর উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কমিশনের ওই পরামর্শের ভিত্তিতে কেন্দ্র বা রাজ্য সরকারগুলি কোনও পদক্ষেপ করতে পারবে না। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে।