প্রকাশিত হল এশিয়া কাপের ক্রীড়াসূচি।

DUBAI, UNITED ARAB EMIRATES - OCTOBER 24: Mohammad Rizwan and Babar Azam of Pakistan interact with Virat Kohli of India following the ICC Men's T20 World Cup match between India and Pakistan at Dubai International Stadium on October 24, 2021 in Dubai, United Arab Emirates. (Photo by Francois Nel/Getty Images)

ভারত :- এশিয়া কাপের ক্রীড়াসূচি আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করার আগেই তা প্রকাশ করে দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ। ৩০শে অগাস্ট মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল। এশিয়া কাপের মোট চারটি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ম্যাচগুলি হবে শ্রীলঙ্কার ক্যান্ডি ও কলম্বোয়। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ খেলাটি হবে ২ সেপ্টেম্বর, ক্যান্ডিতে। বিশ্বকাপে অক্টোবরের ১৫ তারিখ ভারত-পাকিস্তান ম্যাচ হবে আমেদাবাদে। তার আগে এশিয়া কাপের সেরা হওয়ার লক্ষ্যে বিশ্বকাপের মহড়া সারবেন রোহিত শর্মা, বাবর আজমরা। ভারত-পাকিস্তান সুপার ফোরের দ্বৈরথটি হবে কলম্বোয়। পাকিস্তানের মাটিতে মুলতানের পাশাপাশি লাহোরেও হবে এশিয়া কাপের খেলা। এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি কলম্বোয় হবে সেপ্টেম্বরের ১৭ তারিখ। এশিয়া কাপ হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল পিসিবি। যা অনেক টালবাহানার পর মেনে নেয় এসিসি। সূত্রের খবর, ভারত জানিয়ে দিয়েছিল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না। তারপর পাকিস্তান ও শ্রীলঙ্কায় কটি করে ম্যাচ হবে তা নিয়ে দফায় দফায় বৈঠক চলে। আগে ঠিক ছিল, পাকিস্তানের একটি শহরেই হবে চারটি ম্যাচ। কিন্তু জাকা আশরফ পিসিবি চেয়ারম্যান হওয়ার পরই মুলতানে এশিয়া কাপের খেলা আয়োজনের সম্ভাবনা উজ্জ্বল হয়। সবমিলিয়ে ১৩টি ম্যাচ। ভারতের সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান ও নেপাল। বি গ্রুপে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান রয়েছে। দুই গ্রুপের প্রথম দুটি করে দল সুপার ফোরে যাবে। এই পর্বে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল যাবে ফাইনালে। প্রথম রাউন্ডে ফলাফল যা-ই হোক না কেন পাকিস্তানকে এ গ্রুপের ১ ও ভারতকে ২ নম্বর দল হিসেবে বিবেচনা করা হবে। শ্রীলঙ্কাকে বি গ্রুপের ১ ও বাংলাদেশকে ২ নম্বর দল বলে গণ্য করা হবে। ৩১শে অগাস্ট ক্যান্ডিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ২ সেপ্টেম্বর পাকিস্তান ম্যাচ দিয়ে অভিযান শুরু ভারতের। ৩ সেপ্টেম্বর লাহোরে বাংলাদেশ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। ৪ সেপ্টেম্বর, সোমবার ক্যান্ডিতে ভারত-নেপাল ম্যাচ। ৫ সেপ্টেম্বর লাহোরে হবে আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা দ্বৈরথ।