• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

 স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া মর্মান্তিক রূপ নিল, স্ত্রীর গলা কেটে থানায় আত্মসমর্পণ স্বামীর

নেতানগর এলাকার বাসিন্দা চিন্নার যাদব এই ঘটনা ঘটিয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এরপর স্ত্রীর মুণ্ডু নিয়ে চলে যান বাবেরু পুলিশ স্টেশনে

প্রতীকী ছবি (Photo: IANS)

স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া মর্মান্তিক রূপ নিল। ধারাল অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপ মেরে ধড় থেকে আলাদা করে ফেলল স্বামী।

তারপর সেই রক্তমাখা মুণ্ডু হাতে ঝুলিয়ে বেশ খানিকটা পথ হেঁটে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী। রাস্তা দিয়ে স্ত্রীর কাটা মুণ্ডু নিয়ে স্বামী যখন থানায় যাচ্ছিলেন সেই সময় এই নৃশংস ঘটনা ভিডিও করে জনতার একাংশ সােশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।

Advertisement

উত্তরপ্রদেশের বান্দায় নেতানগর এলাকার বাসিন্দা চিন্নার যাদব এই ঘটনা ঘটিয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এরপর স্ত্রীর মুণ্ডু নিয়ে চলে যান বাবেরু পুলিশ স্টেশনে। জেলার পুলিশ সুপার মহেন্দ্র প্রতাপ সিং চৌহান জানিয়েছেন, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং খুন করার জন্য যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল তাও উদ্ধার হয়েছে।

Advertisement

Advertisement