২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত যেভাবে বিরােধিতা শুন্য হয়ে দেশ চালিয়েছেন প্রধানমন্ত্রীনরেন্দ্র মােদী। তা বােধহয় ২০১৯ সালের পর দ্বিতীয়বার প্রধানমন্ত্রীত্বে হচ্ছেনা। একের পর এক জ্বলন্ত ইস্যুতে ক্রমশ পিছু হটছে বিজেপি। এমনকি সংসদ ভবনে বাদল অধিবেশন ঠিকমতাে চালাইতে পারেনি তারা।
কোভিড মােকাবিলা, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, নুতন কেন্দ্রীয়। কৃষি বিল, পেগাসাস সহ নানান ইস্যুতে বিরােধীদের তােপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি। হাতে ৩ বছরের কিছু সময় রয়েছে এই কেন্দ্রীয় সরকারের হাতে। তার আগেই ২০২২ সালে উত্তরপ্রদেশ সহ ৭ টি রাজ্যের বিধানসভার নির্বাচন।
Advertisement
এটি কার্যত সেমিফাইনাল বলা যায় কেন্দ্রীয় রাজনীতিতে। সম্প্রতি নুতন মুখদের গুরুত্ব দিয়েছেন মন্ত্রিসভা সম্প্রসারণে। আগামী মঙ্গলবার সন্ধে ৬ টার পর সংসদ এর এনেক্স সভাঘরে কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে টানা ৩ দিন সভা চালালে প্রধানমন্ত্রী। কি কি করণীয় উন্নয়নের ক্ষেত্রে, সেই লক্ষ্যমাত্রা বেঁধে দেবেন প্রধানমন্ত্রী। আগামী ৩ বছর তার এক রূপরেখা তৈরি করে দিবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদী।
Advertisement
Advertisement



