• facebook
  • twitter
Friday, 22 November, 2024

৩ মার্চ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী,  বৈঠকের পর ভোটের দিনক্ষণ ঘোষণার জল্পনা

দিল্লি, ২১ ফেব্রুয়ারি –  আগামী ৩ মার্চ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর,  নয়াদিল্লির চাণক্যপুরীর সুষমা স্বরাজ ভবনে হবে ওই বৈঠক হবে।বৈঠকের পরই নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। লোকসভা নির্বাচনের পাশাপাশি চার রাজ্য অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটের

দিল্লি, ২১ ফেব্রুয়ারি –  আগামী ৩ মার্চ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সচিবালয় সূত্রে খবর,  নয়াদিল্লির চাণক্যপুরীর সুষমা স্বরাজ ভবনে হবে ওই বৈঠক হবে।বৈঠকের পরই নির্বাচন কমিশন লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। লোকসভা নির্বাচনের পাশাপাশি চার রাজ্য অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটের নির্ঘণ্টও ঘোষণা করার কথা কমিশনের। 

প্রথা অনুযায়ী লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠক হয়। তার কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে। যদিও ভোটের নির্ঘণ্ট ঘোষণার ক্ষেত্রে সরকারের প্রত্যক্ষ কোনও ভূমিকা নেই। লোকসভায় নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা মে মাসে। সংবিধান অনুযায়ী, জুনের মধ্যে নতুন সরকারকে শপথ নিতে হবে। ৩ মার্চের বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয় গুরুত্ব পেতে পারে বলে সরকারি সূত্রে খবর।