করােনা টিকা নিয়ে বড় খেলা চলছে। এমনই গুজব ঘুরে বেড়াচ্ছিল। টিকার নামে ফার্মাসিউটিকাল শিল্পের সঙ্গে হাত মিলিয়ে হাতে হাত মিলিয়ে দেশের জনগণকে লুঠনে নরেন্দ্র মােদি, এমন সম্ভাবনার কথাও উস্কে দিয়েছিল বিরােধী দলগুলি।
দীর্ঘ অভিজ্ঞতায় দেশের মানুষ জানে, সরকারের কথার সঙ্গে কাজের মিলের চেয়ে অমিলই বেশি। তাই দেশের মানুষের একটা বিরাট অংশের অনাস্থাও রয়েছে সরকারের প্রতি। তাই তলানিতে ঠেকা শেষ সম্বল আঁকড়ে ধরেছিলেন সবাই। করােনা ঠেকাতে নিজের উপার্জিত টাকায় ভ্যাকসিন কিনতে হবে যে।
সকল গুঞ্জনে জল ঢেলে দিল বায়ােকন-এর কর্ণধার কিরণ মজুমদার শ-এর একটি টুইট। কিরণ লিখেছেন, কোভিড ভ্যাকসিনের দাম বেঁধে দিয়ে যেভাবে ক্যাপিং করলাে সরকার তা বিশ্বাসঘাতকতার সামিল।
এটা অত্যন্ত কম মূল্য ধার্য করেছে, যা ভ্যাকসিন শিল্পের পক্ষে মােটেই সুখর নয়। মােদি সরকার নিয়ম করে বেঁধে দিয়েছে টিকার মূল্য। সরকারি চিকিৎসা কেন্দ্রগুলিতে কোভিডের টিকাকরণ হবে বিনামুল্যে।