দাম বাড়ছে সিগারেট-গুটখার
তামাকজাত পণ্যের উপর হার বাড়ছে জিএসটি-র। ফলে দাম বাড়ছে সিগারেট ও গুটখার। সিগারেট, তামাকজাত পণ্যের উপর আগে ২৮ শতাংশ জিএসটি লাগু ছিল। এবার সেটা বাড়ানো হচ্ছে। এবার থেকে এই পণ্যগুলির উপর করের হার বেড়ে ৩৫ শতাংশ করা হয়েছে। মন্ত্রীগোষ্ঠী সম্প্রতি এই পণ্যগুলিতে জিএসটি বৃদ্ধির সুপারিশে সমর্থন জানান। তারপরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে একদিকে যেমন তামাকজাত দ্রব্য কেনায় জনসাধারণের উৎসাহ কমবে, তেমনই বর্ধিত করের মাধ্যমে এই খাতে আয় বাড়বে সরকারের। আগামী ২১ ডিসেম্বর থেকে সিগারেট ও গুটখার উপর বর্ধিত হারে জিএসটি লাগু হচ্ছে।