• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

দাম বাড়ছে সিগারেট-গুটখার 

তামাকজাত পণ্যের উপর হার বাড়ছে জিএসটি-র। ফলে দাম বাড়ছে সিগারেট ও গুটখার। সিগারেট, তামাকজাত পণ্যের উপর আগে ২৮ শতাংশ জিএসটি লাগু ছিল। এবার সেটা বাড়ানো হচ্ছে। এবার থেকে এই পণ্যগুলির উপর করের হার বেড়ে ৩৫ শতাংশ করা হয়েছে। মন্ত্রীগোষ্ঠী সম্প্রতি এই পণ্যগুলিতে জিএসটি বৃদ্ধির সুপারিশে সমর্থন জানান। তারপরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে একদিকে যেমন তামাকজাত দ্রব্য কেনায় জনসাধারণের উৎসাহ কমবে, তেমনই বর্ধিত করের মাধ্যমে এই খাতে আয় বাড়বে সরকারের।  আগামী ২১ ডিসেম্বর থেকে সিগারেট ও গুটখার উপর বর্ধিত হারে জিএসটি লাগু হচ্ছে।

তামাকজাত পণ্যের উপর হার বাড়ছে জিএসটি-র। ফলে দাম বাড়ছে সিগারেট ও গুটখার। সিগারেট, তামাকজাত পণ্যের উপর আগে ২৮ শতাংশ জিএসটি লাগু ছিল। এবার সেটা বাড়ানো হচ্ছে। এবার থেকে এই পণ্যগুলির উপর করের হার বেড়ে ৩৫ শতাংশ করা হয়েছে। মন্ত্রীগোষ্ঠী সম্প্রতি এই পণ্যগুলিতে জিএসটি বৃদ্ধির সুপারিশে সমর্থন জানান। তারপরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর ফলে একদিকে যেমন তামাকজাত দ্রব্য কেনায় জনসাধারণের উৎসাহ কমবে, তেমনই বর্ধিত করের মাধ্যমে এই খাতে আয় বাড়বে সরকারের।  আগামী ২১ ডিসেম্বর থেকে সিগারেট ও গুটখার উপর বর্ধিত হারে জিএসটি লাগু হচ্ছে।

 
২১ ডিসেম্বর থেকে সিগারেট ও গুটখার উপর জিএসটি লাগু হচ্ছে। ফলে এই দিন থেকেই দাম বাড়তে পারে এই তামাকজাত পণ্যগুলির। এই করকে বলা হয় সিন ট্যাক্স। নেশার দ্রব্য বিক্রিতে বরাবরই নিরুৎসাহ করে থাকে সরকার। তবে এই সব দ্রব্যের বিক্রি প্রচুর। তাই এর উপর বেশি হারে কর আরোপ করে সরকার। এর ফলে দাম বেড়ে যাওয়ায় এগুলি বেশি কেনার প্রবণতা কিছুটা কমে। আবার যা বিক্রি হয় তাতে সরকারের মোটা টাকা রাজস্ব আসে। এই করকে অর্থনীতির ভাষায় বলা হয় সিন ট্যাক্স।  
 
পশ্চিমী বিশ্বের বিভিন্ন দেশেও সিগারেটের উপর চড়া হারে কর আরোপ করা হয়। সেই কর এতটাই  বেশি যে তা নিয়মিত কেনা কঠিন হযে পড়ে। শুধু তাই নয়, খোলা প্যাকেটে সিগারেট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে কিছু দেশে। এর ফলে একটি একটি করে সিগারেট কিনতে পারেন না ক্রেতারা।  
 
চিকিৎসক প্রীতম বলেন, ‘ডব্লিউএইচও-র সুপারিশ অনুযায়ী, তামাকের খুচরো মূল্যে কমপক্ষে ৭৫ শতাংশ ট্যাক্স হওয়া উচিত, তবে বর্তমানে ভারতে সিগারেটের জন্য মাত্র ৫৭.৬শতাংশ এবং মেশিনে তৈরি বিড়ির জন্য ২২% কর প্রযোজ্য।’