বিয়ন্ত সিংয়ের হত্যাকারীর আবেদনটির বিবেচনা প্রক্রিয়া স্থগিত রাখলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। (Photo: Twitter/@airnewsalaerts)

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের হত্যাকারীর প্রাণভিক্ষার আবেদনটির বিবেচনা প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেশের শীর্ষ আদালতের তরফে কয়েক সপ্তাহ আগে রাজোনার প্রাণভিক্ষার আবেদন নিয়ে সিদ্ধান্ত গ্রহণের শেষ সুযােগ দিয়েছিল।

কেন্দ্রের তরফে জানানাে হয়, রাষ্ট্রপতি কোবিন্দ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর হত্যাকারীর প্রাণভিক্ষার আবেদনটি বিবেচনা প্রক্রিয়া স্থগিত রেখেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বােবদের নেতৃত্বাধীন বেঞ্চকে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, শিখদের জন্য পৃথক রাজ্যের দাবির ইস্যু নিরিখে তৎকালীন মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংকে হত্যা করেছিল।

তিনি বলেন, হত্যাকারীর প্রাণভিক্ষার আবেদনটির সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, রাষ্ট্রপতি কোবিন্দ সিদ্ধান্ত গ্রহণ করবেন। দোষী রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীকে হত্যা করার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন।


বর্তমান পরিস্থিতির নিরিখে ইস্যুটিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রকে আরও দু’সপ্তাহ সময় দেওয়া হােক’। পাঞ্জাব সেক্রেটারিয়েট চত্বরে বিস্ফোরণ ঘটনায় দোষী বলবন্ত সিং রাজোনা– ১৯৯৫ সালের ওই দিনের ঘটনায় মুখ্যমন্ত্রী বিয়ান্ত সিং সহ প্রচুর মানুষ মারা গেছিল।