জন্মভিটের মাটিকে প্রণাম করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Photo:SNS)

রবিবার দুপুরে কানপুরের জন্মভিটে পারাই গ্রামে পৌঁছান রাষ্ট্রপতি রামনাথ কােবিন্দ। গ্রামের পাথরি দেবী মন্দিরে যান তিনি। তারপর আম্বেদকর ভবনে যান। কোবিন্দের সফরসঙ্গী হয়েছিলেন উত্তরপদেশের রাজপাল আনন্দীবেন পাটেল এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যােগী আদিত্যনাথ।

জন্মভিটেতেই পা রেখে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নতজানু হন। যে গ্রামে তার জন্ম তার ধুলাে আশীর্বাদ হিসাবে মাথায় ঠেকান তিনি। প্রণাম করেন জন্মভিটেকে। এরপর তিনি বলেন কখনও ভাবিনি এক সাধারণ গ্রামের ছেলে দেশের প্রশাসনিক পদের দায়িত্ব পাব।

কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাই পেরেছে একে বাস্তবায়িত করতে। এদিন রাষ্ট্রপতি আরও বলেন জন্মভিটের গন্ধ আমার দীর্ঘ যাত্রাপথে সবসময়ে সঙ্গী হয়েছে। আমার হৃদয়ে এই গ্রামের স্মৃতি সবসময় বিদ্যমান।


এই গ্রাম শুধু একটি গ্রাম নয়, এই গ্রাম আমার জীবনকে সলা অনুপ্রেণা এবং সাহস জুগিয়েছে। সােমবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লখনউ যাবেন। আম্বেদকর স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন মঙ্গলবার।