• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

দিল্লির আলিপুরে নির্মীয়মান পাঁচিল ভেঙে হত ৫

ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আলিপুর বোকারি এলাকায় দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়।

মর্মান্তিক ঘটনা দিল্লিতে। পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু হল অন্তত পাঁচ জনের। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে দশ একটি নির্মীয়মাণ গোডাউনের পাঁচিল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটেছে। উদ্ধার করা দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আলিপুর বোকারি এলাকায় দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের সকলকেই হাসপাতালে ভরতি করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। সংকটজনক অবস্থায় রয়েছেন আরও দু’জন।

কেজরিওয়াল জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমে পড়েছে। মুখ্যমন্ত্রী নিজেও উদ্ধারকাজের দিকে নজর রাখছেন। আপাতত ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ চলছে।

ঘটনাস্থলে রয়েছে দিল্লি পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্ট। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের।

টুইটে কেজরিওয়াল জানিয়েছেন, ‘আলিপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। আমি নিজেও তাদের কাজের দিকে নজর রাখছি। মৃতদের আত্মার শান্তি কামনা করি।’